আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা ব্রাউজার নিয়ে ।এটাকে আবার vpn এবং file transfer অ্যাপস ও বলতে পারেন। আচ্ছা একটা কি ভাবেছেন ? অ্যাপস যেহেতু তিনটি নাম দেওয়া যায় সেহেতু একটা প্রিমিয়ার লেভের অ্যাপস হবে ।হ্যাঁ আসলেই অ্যাপসটি প্রিমিয়ার লেভের। অ্যাপস নাম তো বলো হলো না… নাম হলো Aloha browser +private Vpn.
Aloha Browser + Private Vpn কি?
Aloha browser হলো একটা ফাস্ট ব্রাউজিং অ্যাপস এবং সাথে থাকছে vpn যেখানে আপনি ৬০+ দেশের সার্ভার পাচ্ছে এবং সাথে পাচ্ছে ওয়াইফাই ফাইল ট্রান্সফার। আমরা সবাই vpn ব্যবহার করি তার জন্য আলাদা অ্যাপস লাগে কিন্তু এই ব্রাউজারের ভিতরে আপনি সেই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এবং ওয়াইফাই ফাইল ট্রান্সফারের জন্য তো আলাদা অ্যাপস লাগে সেটাও আপনি এই অ্যাপসে পেয়ে যাচ্ছেন।
এখন মূল কথায় আসি এই অ্যাপসটির ভিতরে যে extra future গুলো আছে সেগুলো premium মানে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু টাকা না নিয়ে কিভাবে ব্যবহার করা যায় এবং সেটা মোড করা যায় সেটা আজ দেখাবো। চলুন শুরু করা যাক।
যা যা লাগবে :
MT manager
NP manager
দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাকা চাচ্ছে ।
প্রথমে আমরা MT manager এ চলে যাবো ।
তারপর থ্রী ডটে ক্লিক করবো এবং তারপর extract apk তে ক্লিক করবো।
তারপর আমরা aloha browser টার উপর একটা ক্লিক করবো এবং extract apk তে ক্লিক করবো।
তারপর দেখতেই পাচ্ছে আমার অ্যাপস extract হইছে কিন্তুু সেটা apk mode নাই তাই তাকে apk করতে হবে।
এখন আমরা NP manager চলে এবং ওই extract করা ফাইলটিকে apk তে কনভার্ট করবো।
আমাদের apk মোড হয়ে গেলে আমরা আবার MT mamanager চলে আসবো এবং convert করা apk তে ক্লিক করে view তে চলে যাবো।
এখন আমরা অনেক গুলো classes ফাইল দেখতে পাবো সেখান যেকোন একটির উপর ক্লিক করবো এবং Dex editor plus ক্লিক করবো।
এখন সব গুলো classes ফাইল মার্ক করে ওকে তে ক্লিক করবো।
এখন strings চলে যাবো এবং filter চলে যাবো।
Filter লিখবো premiumuser তারপর ওকে তে ক্লিক করবো ।
এখন আমরা ispremiumuser একটি ক্লিক করবো।
Ispremiumuser উপর ক্লিক করলে এই রকম সার্চ অপশন আসবে আমরা যেটা লেখা থাকবে সেটাই সার্চ করবো।
এখন a63 ফাইলের ভিতরে মার্ক করা ক্লিক করবো।
এখন থ্রী ডটে ক্লিক করবো এবং search চলে যাবো।
এখন নিচে সার্চ অপশন পাবেন সেখানে আপনি )Z লিখে next ক্লিক করবেন।
তারপর Move-result v0 এই লেখা দেখতে পাবেন। যত জায়গায় এই লেখাটা থাকবে তত জায়গায় এই লেখা টা edit করে const/4 v0, 0x1 করে দিবেন ।
মোটামুটি ছয়টার মতো পাবেন সব গুলো পরিবর্তন করে দিবেন।
এখন উপরে সেইভ অপশন পাবেন সেইভ করে নিবেন তারপর বেক চলে আসবো।
এখন save and exit ক্লিক করবো।
Auto sing মার্ক করে ওকে ক্লিক করবো এখন আমাদের কাজ শেষ এখন আমরা অ্যাপসটি ইনস্টল করবো।
দেখতে পাচ্ছেন এখন আমি premium মোডে আছি
দেখতে পাচ্ছেন আমি premium সার্ভার গুলো ব্যবহার করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছি পরীক্ষা চলছে যার জন্য পোস্ট করা হচ্ছে আশা করি পরবর্তী পোস্টে ভালো কিছু পাবেন।
No comments:
Post a Comment