আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সকলে অনেক ভালো আছে।
অনেকের ফেসবুক পেজ কম বেশি আছে। ফেসবুক পেজ থাকলে পেজ প্রমোট নিয়ে অনেক এর মাথা ব্যাথা কাজ করে। অনেকে ভাবে পেজ প্রমোট করলে অনেক লাইক, শেয়ার পাওয়া যায়।
আমিও আপনাদের মতই ভাবতাম। কোন ব্যাতিক্রম ছিলো না। কিন্তু ফেসবুক প্রমোট করে তেমন সুফল পাওয়া যায় না। মাঝখান থেকে আপনার অর্থ নষ্ট ছাড়া কিছুই হবে না।
তারপরও শখে পড়ে অনেকে ফেসবুক পেজ প্রমোট করতে চায়। কিন্তু ব্যাংক কার্ড না থাকায় তাও করতে পারে না।
কিন্তু আজকের পোস্টে আমি দেখাবো ফ্রিতে পেজ প্রমোট করা
হ্যা ঠিকই শুনেছেন ফ্রিতে প্রমোট করাই শিখাবো। জাস্ট কিছু ট্রিক Apply করে।
ফ্রিতে প্রমোট করার সীমা
এই ভাবে যত খুশি প্রমোট করতে পারবেন। তবে শর্ত হচ্ছে ফেসবুক আইডি নতুন করে তৈরি করে নিবেন। কারণ এর ফলে আইডি ডিজেবল হতে পারে। তাই আগেই সর্তকতা অবলম্বন করে নতুন আইডি থেকে চেষ্টা করবেন। পুরান আইডি দূরে রাখুন। পুরাতন আইডি থেকে পেজ এর
Admin নতুন আইডিতে নিয়ে নিবেন। সব প্রসেস এই পোস্টে দেখানো হবে। তাই, ধৈর্য সহকারে পোস্ট পড়ুন। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক আংশে কমে যাবে।
note: অবশ্যই ফেক আইডি খুলে নিন। তারপর ফেক আইডিতে যে পেজ বুস্ট করিবেন তার Admin নিয়ে নিন। ফেসবুক আইডি কোরিয়ান নামে খুললে, ব্লক খাওয়ার সম্ভাবনা কম। তাই কোরিয়ান নাম ব্যবহার করে Unlimited ID খুলতে পারবেন।
কার্ড add
১. আশা করি সকলে ফেক আইডি খুলা পারেন। বা ফেক আইডি খুলা আছে।
২. এখন Google গিয়ে Facebook Ads manager লিখে সার্চ করুন। সার্চ রেজাল্ট আসলে নিচের দেখানো লিংক এ প্রবেশ করুন। অথবা এই লিংক এ সরাসরি প্রবেশ করুন।
৩. প্রবেশ করার পর নিচের মতো আসলে Get Started অপশনে ক্লিক করুন।
৪. এবার Billing অপশনে যান
৫. Billing অপশনে আসলে Payment Methods থেকে Add Payment Method এ ক্লিক করুন।
৬. এবার Currency Bangladeshi Taka কে US Dollar করে দিয়ে Next এ যান।
৬. এখন কার্ড অপশন সিলেক্ট রেখে Next দিন
৭. এখন কার্ড Add অপশন আসবে। কার্ড Add অপশনে কার্ড Add করার জন্য ফেক কার্ড বানাতে হবে। ফেক কার্ড বানানোর জন্য Namso Gen এসে BIN: 543896 নাম্বারটি বসিয়ে কার্ড বানিয়ে নিন। আশা করি এই কার্ড বানানো প্রসেস সকলে কম বেশি জানেন। না বুঝলে স্কিনশর্ট দেখে নিন
কার্ড বানিয়ে নাম্বার কোথাও নোট করে রাখুন।
৮. এবার বানানো কার্ড থেকে যে কোন একটি কার্ড নাম্বার নিয়ে Card Details এ বসিয়ে Save দিন
৯. কার্ড কিছুক্ষনের মধ্যে যুক্ত হয়ে যাবে।
Add হলে এমন আসবে। উপরে লিখা দেখুন কার্ড Add হয়ে গেছে।
এখন skip দিন।
১০. এখন যে পেজ বুস্ট করবেন সেই পেজ এ ডুকে, ফেক আইডিতে admin দিয়ে দিন। মানে যেটায় কার্ড মেক করে add করলেন সেটায় admin দিয়ে দিন।
১১. Admin Invitation থেকে Accept করে দিন।
১২. এখন পেজ এ ডুকে পেজ বুস্ট বা পোস্ট বুস্ট সিলেক্ট বাজেট $5 ডলার ও ২দিন করে দিন নিচের মতো,, 5 ডলার এর আশে পাশে রেট রাখবেন, না হলে Ads Manager ডিজেবল হয়ে যাবে।
১৩. তারপর বোস্ট দিয়ে দিন।
১৪. কিছু টাইম পর ফেসবুক রিভিউ করে Status Active করে দিবে
আশা করি সকলে ফ্রিতে ফেসবুক unlimited বার বুস্ট করতে পারবেন। ও মনের আশাটাও পূর্ণ হবে।
No comments:
Post a Comment