আসসালামু আলাইকুম
➤ট্রিকবিডিবাসী আশা রাখছি সকলে ভালো আছেন।
তো চলুন কথা না বাড়িয়ে পোস্ট শুরু করা যাক
╔═══════════════════
Inject Account With App Cloner
╚═══════════════════
☞আপনার কাছে যদি কোন App এর একটি একাউন্ট থেকে থাকে এবং আপনি তা অনেক বন্ধুদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে, Account মাত্র নির্দিষ্ট কয়েকটি ডিভাইস চলবে অথবা কোন বন্ধুকে পাসওয়ার্ড দেওয়ায় সে চেঞ্জ করে ফেলতে পারে….◑ETC. ধরে নেন অনেক প্যারা।
☞এসব প্যারায় যদি পরে থাকেন তাহলে পোস্টি আপনার জন্য অনেক Helpful হতে চলেছে….
◑কারন আজ দেখাবো কিভাবে App এ account Inject করে অনেকের সাথে Share করবেন। তারা শুধু Apo Install করবে, ব্যাস আর কিছু করা লাগবে না আপনার Account Inject করায় Auto Login হয়ে যাবে……….
⊕ অভিজ্ঞ মহাশয়েরা অনুগ্রহ করে পোস্টি এড়িয়ে যান – এটা Noob দের জন্য
প্রয়োজনীয় সব App পাবেন পোস্টের নির্দিষ্ট অংশে
Follow screenshots
/ প্রথমে
App Cloner
Open করে নেন/আপনার app টি Selecte করেন
আমি Panda নিয়ে দেখাচ্ছি
/
Clone Number 1 দিবেন বেশি হলে পরে ক্রমান্বয়ে বাড়াবেন
Name দিবেন কিছু একটা এড করে
চাইলে Launcher Icon এ কিছু পরিবর্তন আনতে পারেন
/
Clonings Option
এ Screenshot এ দেখানো Setting Apply করে নিবেন Android 12 Crush করবে না
/
Display OptionOption
থেকেwelcome Message Selecte করেন। এটা না করলেও সমস্যা নাই।welcome text দিলে App Open করলেই আপনি যে text দিবেন তা Show করবে
/
Edit Welcome Message
এ Click করেন/
আপনার যা মেসেজ দেওয়ার আছে লেখেন
/
Dialog অথবা Always Show দিবেন- Dialogue দিলে Ok / Don’t Show Agin Button আসবে, আর Always Show দিলে শুধু Ok Button থাকবে
/
এবার app Cloner
Icon এ Click দেন
/
কিছুক্ষণ পর Clone হলে Install করে নিব
/
App Cloner
টা open করে আপনার একাউন্ট Login করে নেন
/
App Cloner
আবার Open করেন..একদম নিচের মাঝের Icon এ click দেন
/
এখন যে Mod করলেন সেই App এর পাশের 3… Dot এ Click দেন
/
Export App Data
Clicked করেন
/
Ok Click করেন
/
একটা Folder Select করে Save করে নেন
/
Clone
এর উপরে Successfully exported app data Show করবে। তারপর Clone App টা Uninstall করে দেন
/
App Cloner Open
করেন আবার। App টা Select করেন
/
ডান কোণায় 3 line Search Icon এ Click করেন
/
bundle
– [/h2]লেখে সার্চ করেন[/h2]/
প্রথম Option Bundle app data Click করেন
/
Select File Click
করেন
/
Save করা Data File টা Select করেন
/
Back করেন
/
App Cloner
Icon এ Click করেন।
/
Clone Complete হলে Install দিয়ে দেখেন। Auto Login হয়ে যাবে।
এখন App টা যাকে Share করবেন, সে শুধু install করলেই Login হয়ে যাবে User – Pass লাগবে নাহ
পরবর্তী পোস্টে কেও যেনো Password Change করতে না পারে সে জন্য Account Option Remove কিভাবে করা যায়, সে সম্পর্কে হবে।
————————————————-
Telegram Channel
Join Telegram
—————————————————
—————————————————
╔═══════════════════
আল্লাহ হাফিজ
No comments:
Post a Comment