Time

|

December 25, 2021

[TelegramUserBot] heroku দিয়ে কি ভাবে Userbot Deploy করবেন!

 সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন,

আপনাদের দোয়া/আশির্বাদ এ আমিও ভালো আছি, আমরা সবাই-ই চাই আমাদের টেলিগ্রাম একাউন্ট সবার থেকে একটু আলাদা/স্টাইলিশ দেখতে যেন হয়,
আর সবার থেকে আালাদা/স্টাইলিশ করতে হলে আমাদের প্রয়োজনে একটি ইউজার বট, আজ দেখাবো কি ভাবে একটি Userbot Deploy করবেন!

Deploy করতে আমাদের যা যা প্রয়োজন


1. [Api Hash, Api Id]
2, [Heroku Account, Heroku Api ]
3. [Redis Password, Redis Url]
4. [String session]

একন কথা হলো এ-তো কিছু কোথায় থেকে পাবো, টেনশন নাই আমি এক এক করে সব দেখিয়ে দিবো,

[1]

Api Hash


কোথায় থেকে পাবো এর জন্য আমাদের my.Telegram.orgএই সাইটে প্রবেশ করতে হবে,
একন আপনার নম্বর দিয়ে [Next] এ ক্লিক করুন
Confirm Code দিয়ে , sign In এ ক্লিক করুন
Api Devalopment Tools এ ক্লিক করুন
একন App Name & Short name দিয়ে Create app এ ক্লিক করুন,
এ গুলো হলো api Id & api Hash, Notes এ কপি করে রাখুন,

[2]

Heroku Account, Heroku Api


একন Heroku account করে Heroku Api বের করতে হবে, প্রথমে Heroku সাইটে SIGN Up করতে হবে,
heroku.com এ প্রবেশ করুন, Sign Up For Free তে-ক্লিক করুন, Name, Mail & Country দিয়ে Create account এ ক্লিক-করুন Mail Verify করে নিন,
একন Api কোথায় পাবো?
Profile icon এ ক্লিক করে , Account Settings এ ক্লিক করুন

একটু ↓ নিচে গিয়ে দেখুন আপনার Heroku Api Key দেখাচ্ছে, Notes এ কপি করে রেখে দেন,

[3]

Redis Password, Redis Url


প্রথম Redis.com থেকে একটি একাউন্ট করে নিন,একাউন্ট কি ভাবে করবেন আশা করি সবাই-ই পারবেন, এমনিতেই পোষ্ট টি অনেক লম্বা হয়ে গেছে তা-ই আর দেখালাম না, কোনো সমস্যা হলে কমেন্ট এ বলবেন,

Redis account করার পর [New subscription] এ ক্লিক

[select Cloud Vendor] এ [Amazon web Services ] select করুন,
subscription Name এ আপনার নাম দিয়ে [Create subscription] এ ক্লিক করুন,

একন Database Create করতে হবে,
আগে যে subscription Create করেছিলেন তার উপর ক্লিক করন,

[New Database] এ ক্লিক করুন,

Database name দিয়ে [ Activate Database ] এ ক্লিক করুন,

দেখুন Redis Url & Redis Password দেখাচ্ছে এ-ইগুলোও Notes এ কপি করে রাখুন,

আজকের মতো এখানেই শেষ করলাম, আগামী পর্ব-তে দেখা হবে

No comments:

Post a Comment