আমি দেখিয়েছি কিভাবে Facebook phishing সার্ভার বানাতে হয় এবং সেটা ছিলো শুধু লোকাল সার্ভার এ ।আজ দেখাবো কিভাবে সেই সার্ভারটি port forwarding করবেন। এবং যেকোন ফোন যেকোনো জায়গায় থেকে access নিতে পারবেন চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা লোকাল সার্ভারটি রান করবো।
হাতে বাম দিক থেকে ডান দিকে স্লাইড করে new session চলে যাবো।
আর হ্যাঁ যাদের ngrok file টি নাই তারা একটু কষ্ট করে আমার আগের পোস্ট গুলো দেখে আসুন।
এখন আমরা ngrok run করবো। ./ngrok http 8080 লিখে ইন্টার দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনের হটস্পট অন করতে হবে।
রান হলে এই রকম দুইটি forwarding লিংক পাবো আমরা প্রথমটা নিবো মানে http টা। এটা কপি করে আমি যাকে দিবেন তার ফোনে কাজ করবে।
এখন পেস্ট করে দিবো।
দেখতে পাচ্ছেন লগইন পেইজ চলে আচ্ছে এখানে যা লিখা হবে তাই username.txt ফাইলে চলে যাবে।
দেখতে পাচ্ছেন।
No comments:
Post a Comment