Time

|

December 08, 2021

Metasploit দিয়ে তৈরি payload কিভাবে port forwarding করতে হয় দেখে আসুন আর হ্যাক করে ফেলুন যে কোন ফোন।

 আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

যারা আমার আগের পোস্ট গুলো দেখেন নি তারা কিছু বুঝতে পারবেন না তো দয়া করে আগের পোস্ট গুলো দেখে আসবেন।

আজ দেখাবো metasploit দিয়ে payload কিভাবে port forwarding করবো।  port forwarding করার পর যো কোন দেশে যে কোন ফোনে কাজ করবে।

সব সময়  pkg update –

pkg upgrade -y

pkg install git -y

pkg install python

এই কমান্ড গুলো আগে রান করে নিবেন।

এখন আমরা host ফাইলটা ইনস্টল করবো।  git clone git://github.com/htr-tech/host.git লিখে ইন্টার করবো ।

ইনস্টল হওয়ার পর ls দিয়ে ইন্টার করবো।

এখন cd host ফাইলে চলে যাবো।

Host ফাইল যদি গ্রীন কালার না থাকে তাহলে লিখবেন chmod 777 host লিখে ইন্টার দিবেন।  ls দিয়ে চেক করে নিবেন।

এখন আমরা হোস্ট ফাইলটি ওপেন করবো।

bash host.sh ইন্টার দিবো।

এখন ১ দিবো।

এখন আমরা termux কে নতুন করে আবার ওপেন করে ls দিবো cd host দিয়ে  আমরা হোস্ট ফাইলে চলে যাবো। তারপর ls দিবো এখন আমরা ngrok ফাইলটা ওপেন করবো। যেহেতু আমরা tcp ব্যবহার করছি সেহেতু আমরা লিখবো ./ngrok tcp 4444 এবং এই কমান্ড রান আগে আপনার ফোনের হটস্পট টা অন রাখবেন।

এখন রকম দেখতে পারবেন ।

 

এখন new session করে ls দিবো এবং payload তৈরি কমান্ড টা দিবো। আর হ্যাঁ আমরা একটু আগে যে ngrok রান করছি সেখানে মার্ক করা প্রথম অংশ টুকু LHOST ২য় টুকু LPORT হিসাবে দিয়ে ইন্টার দিবো।

এখন payload তৈরি হয়ে যাবে। এখন যার ফোন হ্যাক করতে চান তার ফোনে payload টা ইনস্টল করে দিন।

এখন আগে মতো করে রান করবেন। আমি সব কিছু বলছি না যেহেতু আগে বলা আছে।


No comments:

Post a Comment