Time

|

November 27, 2021

৫ সেকেন্ডে password dictionary কিভাবে তৈরি করতে হয় দেখে আসুন।

 আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

আজ আমি আপনাদের দেখাবো ২ সেকেন্ডে  ১০০০ পাসওয়ার্ড create করতে হয়। মোট কথা হচ্ছে password dictionary।  আমরা Google অনেক password dictionary থাকি কিন্তু এমনও হয় যে আমাদের মনের মতো হয় না।   অনেক বড় password dictionary এখান থেকে আমাদের প্রয়োজন গুলো খুজে বের করতে অনেক সময় লাগবে । আর মেইন কথা হচ্ছে আমরা যখন বড় password dictionary দিয়ে Brute-force attack করি তখন অনেক সময় লাগে।  অনেক সময় কাজ ও ঠিক মতো করা যায় না। এই জন্য আজ আমি আপনাদের দেখাবো আপনি নিজে কিভাবে password dictionary তৈরি করবেন খুব সহজে।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

Termux ওপেন হলে আমরা লিখবো

pkg update -y

দিয়ে ইন্টার ক্লিক করবো।

 

এখন আমরা লিখবো

pkg upgrade -y

লিখে ইন্টার ক্লিক করবো।

এখন আমরা password dictionary তৈরি tools টা ইনস্টল করবো তারপর লিখবো

pkg install crunch

এখন আমরা চেক করবো টুলস টা সঠিক ভাবে ইনস্টল হয়েছে কিনা তার জন্য রান করবো

crunch

লিখে ইন্টার ক্লিক করবো।

যদি আমার টুলসটা সঠিক ভাবে ইনস্টল হ তাহলে নিচের মতো দেখতে পারবো।

এখন আমরা লিখবো আমাদের password কত সংখ্যার হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত ডিজিট নিয়ে password dictionary তৈরি করতে চাই ।

প্রথমে crunch লিখবো তারপর সর্বনিম্ন সংখ্যাটা দিবো space দিয়ে সর্বোচ্চ কত সংখ্যার পর্যন্ত নিবেন সেই সংখ্যাটা দিবেন।  তারপর। আপনি যদি নাম্বার দিয়ে করতে চান তাহলে ০-৯ পর্যন্ত লিখবেন আর হ্যাঁ আপনি যদি ০-৭ দেয় তাহলে সাতশত পর্যন্ত যাবে। আপনি চাইলে symbol or character ও লিখতে পারবেন।  তারপর -o দিবেন। o দ্বারা আউটপুট বুঝায় তারপর আপনার sdacard or password dictionary কি নামে সেভ করতে চাচ্ছেন সেই নামটা দিবেন।  তারপর ইন্টার দিবেন। আর হ্যাঁ termux কে আগে storage পারমিশন দিয়ে নিবেন।

এখন দেখতে পাচ্ছেন আমার password টা তৈরি হয়ে গেছে।

এখন দেখতে পাচ্ছেন আমার file  manager এ password চলে আচ্ছে।


No comments:

Post a Comment