Time

|

November 27, 2021

৫ সেকেন্ডে password dictionary কিভাবে তৈরি করতে হয় দেখে আসুন।

 আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

আজ আমি আপনাদের দেখাবো ২ সেকেন্ডে  ১০০০ পাসওয়ার্ড create করতে হয়। মোট কথা হচ্ছে password dictionary।  আমরা Google অনেক password dictionary থাকি কিন্তু এমনও হয় যে আমাদের মনের মতো হয় না।   অনেক বড় password dictionary এখান থেকে আমাদের প্রয়োজন গুলো খুজে বের করতে অনেক সময় লাগবে । আর মেইন কথা হচ্ছে আমরা যখন বড় password dictionary দিয়ে Brute-force attack করি তখন অনেক সময় লাগে।  অনেক সময় কাজ ও ঠিক মতো করা যায় না। এই জন্য আজ আমি আপনাদের দেখাবো আপনি নিজে কিভাবে password dictionary তৈরি করবেন খুব সহজে।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

Termux ওপেন হলে আমরা লিখবো

pkg update -y

দিয়ে ইন্টার ক্লিক করবো।

 

এখন আমরা লিখবো

pkg upgrade -y

লিখে ইন্টার ক্লিক করবো।

এখন আমরা password dictionary তৈরি tools টা ইনস্টল করবো তারপর লিখবো

pkg install crunch

এখন আমরা চেক করবো টুলস টা সঠিক ভাবে ইনস্টল হয়েছে কিনা তার জন্য রান করবো

crunch

লিখে ইন্টার ক্লিক করবো।

যদি আমার টুলসটা সঠিক ভাবে ইনস্টল হ তাহলে নিচের মতো দেখতে পারবো।

এখন আমরা লিখবো আমাদের password কত সংখ্যার হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত ডিজিট নিয়ে password dictionary তৈরি করতে চাই ।

প্রথমে crunch লিখবো তারপর সর্বনিম্ন সংখ্যাটা দিবো space দিয়ে সর্বোচ্চ কত সংখ্যার পর্যন্ত নিবেন সেই সংখ্যাটা দিবেন।  তারপর। আপনি যদি নাম্বার দিয়ে করতে চান তাহলে ০-৯ পর্যন্ত লিখবেন আর হ্যাঁ আপনি যদি ০-৭ দেয় তাহলে সাতশত পর্যন্ত যাবে। আপনি চাইলে symbol or character ও লিখতে পারবেন।  তারপর -o দিবেন। o দ্বারা আউটপুট বুঝায় তারপর আপনার sdacard or password dictionary কি নামে সেভ করতে চাচ্ছেন সেই নামটা দিবেন।  তারপর ইন্টার দিবেন। আর হ্যাঁ termux কে আগে storage পারমিশন দিয়ে নিবেন।

এখন দেখতে পাচ্ছেন আমার password টা তৈরি হয়ে গেছে।

এখন দেখতে পাচ্ছেন আমার file  manager এ password চলে আচ্ছে।


November 14, 2021

ওয়াই-ফাই রাউটার সিগন্যাল ভালো পাবেন ঘরের কোথায় রাখলে

  ঘরের কোথায় রাউটার রাখলে ওয়াই-ফাই সিগন্যাল ভালো পাবেন

এক সকালে ‘ইন্টারনেটের লোক’ এসে সংযোগ দিয়ে গেলেন।

ইন্টারনেটের নীল তার ওয়াই-ফাই রাউটারে যুক্ত করে বললেন, কোথায় রাখব? ‘রাখেন এক জায়গায়।’ পরের তিন বছর রান্নাঘরের তাকে তেল-লবণ-হলুদের সঙ্গে কাটিয়ে দিল সেই রাউটার।

এরপর গতি কম মনে হলে ইন্টারনেট সেবাদাতার সঙ্গে ফোনে হম্বিতম্বি করেছি, কম্পিউটার হাজারবার রিস্টার্ট দিয়েছি,

দেয়ালে মাথা পর্যন্ত ঠুকেছি, তবে রাউটার সরিয়ে জুতসই কোথাও রাখার কথা মাথায় আসেনি।

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের বেলায় এখন সিংহভাগ বাসা বা অফিসে ওয়াই-ফাই রাউটার লাগানো হয়।

তবে ওই ইন্টারনেটের লোক এসে যেখানে লাগিয়ে দিয়ে যান, রাউটার সেখানেই থাকে।

ওয়াই-ফাই রাউটারে ইন্টারনেট গতি নির্ভর করে অনেক কিছুর ওপরে।

আমরা বলছি না রাউটারের অবস্থান ইন্টারনেটের গতির একমাত্র নির্ণায়ক। তবে গুরুত্বপূর্ণ তো বটেই। বিশেষ করে বড় বাড়ির ক্ষেত্রে।

আজ চলুন সেই অবস্থান নিয়ে আমরা আলোচনা করি।

আগে রাউটার ঠিক করুন

রাজধানীর বেশির ভাগ অ্যাপার্টমেন্টের আকার ছোট, হাজার দেড়েক বর্গফুটের বেশ কম।

এই অ্যাপার্টমেন্টগুলোতে একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টই যথেষ্ট।

মানে শুধু রাউটার হলেই হবে। তবে সেটা যদি অনেক পুরোনো মডেলের হয়, তবে হালনাগাদ করে নেওয়াই বরং ভালো।

সে ক্ষেত্রে ৮০২.১১এসি এবং ডুয়েল ব্যান্ড সমর্থিত কি না দেখে নিতে পারেন।

এতে কভারেজ নিয়ে তুলনামূলক কম ঝামেলায় পড়তে হবে।

তবে বাড়ি বড় হলে কিংবা এক রাউটারে একাধিক তলায় ইন্টারনেট সংযোগ দিতে চাইলে ‘মেশ নেটওয়ার্ক’ তৈরি করতে হবে।

অর্থাৎ রাউটার এক জায়গায় রেখে ওয়াইফাই এক্সটেন্ডার দিয়ে বাড়ির সব জায়গায় সংযোগ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বাড়ির কোনো কোনায় যদি সিগন্যাল না পৌঁছে, তবে সেখানে নতুন একটি এক্সটেন্ডার লাগিয়ে নিলেই হলো।

তবু মূল রাউটার কোথায় রাখবেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ।

কোথায় রাখবেন রাউটার

বাড়িতে নতুন ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় রাউটার সচরাচর যে পথে ইন্টারনেটের তার বাড়িতে ঢুকেছে, তার আশপাশে কোথাও রাখা হয়। এখানে বলে রাখা ভালো,

যিনি সংযোগ দিয়ে যান, সংযোগ দেওয়াই তাঁর কাজ। কোথায় রাউটার রাখলে আপনার কাজের সুবিধা হবে, তা আপনাকেই ভেবে ঠিক করতে হবে।

মাঝামাঝি রাখা ভালো

রাউটার সব দিকেই সিগন্যাল পাঠিয়ে থাকে। আপনি যদি দক্ষিণ দিকের ঘরটার এক কোনায় রাখেন,

তবে ওয়্যারলেস কভারেজের প্রায় অর্ধেকটা বাড়ির বাইরেই থেকে গেল।

অবশ্য পথচারীদের সেবায় ইন্টারনেট বিতরণ কর্মসূচি হাতে নিলে ভিন্ন কথা।

আর যদি পুরো বাড়িতে সমান হারে কভারেজ চান, তাহলে মাঝামাঝি কোথাও রাখলেই বরং ভালো।

তবে নির্দিষ্ট কোনো ঘরে প্রয়োজন হলে রাখুন। আর সে কাজটি ইন্টারনেটের সংযোগ নেওয়ার সময়েই করা ভালো।

কারণ, পর্যাপ্ত লম্বা তার থাকতে হবে, যেখানে রাউটার রাখবেন সেটির আশপাশে পাওয়ার আউটলেটও থাকতে হবে।

উঁচু কোথাও রাখুন

রাউটার থেকে নিচের দিকেও সিগন্যাল আসে। তাই উঁচু কোথাও সেটি রাখা ভালো।

তাই বলে ছাদের সঙ্গে স্কচটেপ দিয়ে আটকে রাখতে হবে না।

হয়তো বইয়ের তাকের ওপর রাখলেন কিংবা দেয়ালে কোথাও আটকে দিতে পারেন।

মাইক্রোওয়েভ থেকে দূরে রাখুন

নতুন রাউটারগুলো আধুনিক প্রযুক্তির।

তবু যত বেশি দেয়াল কিংবা বড় ও পুরু বাধা পেরিয়ে যাবে, সিগন্যাল তত দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।

তা ছাড়া, কাছাকাছি অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলে তাতেও সিগন্যাল বাধা পেতে পারে।

বিশেষ করে একই তরঙ্গের হওয়ায় মাইক্রোওয়েভ ওভেনের কাছাকাছি রাখবেন না।

অ্যানটেনাও গুরুত্বপূর্ণ

অ্যানটেনা ছাড়াও যেমন রাউটার আছে, আবার কোনোটিতে আটটি পর্যন্ত অ্যানটেনাও পাওয়া যায়।

এই অ্যানটেনাগুলো সিগন্যাল নির্দিষ্ট দিকে ছড়িয়ে দিতে সাহায্য করে।

আর তাই একাধিক অ্যানটেনা থাকলে সব কটি এক দিকে নির্দেশ করে রাখার মানে হয় না।

বিপরীতমুখী করে রাখুন, ওপর-নিচ করে দিন, মোটকথা সব দিকে সিগন্যাল ছড়িয়ে দিতে যা করতে হয়, তা-ই করুন।

সব শেষে স্মার্টফোন নিয়ে এ–ঘর ও–ঘর করে বোঝার চেষ্টা করুন কোথায় নেটওয়ার্ক সবল আর কোথায় দুর্বল।

এরপর সে অনুযায়ী ব্যবস্থা নিন।

November 06, 2021

Ads মুক্ত ওয়েব ব্রাউজিং

আজকে আমি দেখাবো কিভাবে আপনি Ads মুক্ত ওয়েব ব্রাউজিং এবং Ads মুক্ত অ্যাপ ব্যবহার করতে পারেন ।বর্তমান সময়ে এড আমাদের সবচেয়ে সময় অপচয় করছে এবং ঠিক মত ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়ে দাড়িয়েছে।

  • যদি আপনার ফোনটি রুট হয়ে থাকে তাহলে আপনি এই অসাধারণ ফিচারটি উপভোগ করতে পারবেন ।

  • প্রথমে আপনি Magisk Manager এ গিয়ে Energized Modules টি ইনস্টল করুন।
  • ইনস্টল হয়ে গেলে ফোন টি রিবুট করুন ।
  • রিবুট হয়ে গেলে আবার Magisk Manager  এ গিয়ে সেটিং এ যান তারপর Systemless Hosts এ ক্লিক করুন করুন।
  • তারপর Play Store থেকে Termux অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন ।
  • su Type করে Enter দিন। তারপর রুট পারমিশন টি দিয়ে দিন।
  •  

  • তারপর type করুন energized । নিচের মতো energized -m এমন কমান্ড আসলে ভাববেন energized এর পারমিশন পেয়ে গেছে।
  • এবার  type করুন energized -m ইন্টার দিন একটু অপেক্ষা করুন হয়ে গেলে কিছু প্যাক দেখতে পারবেন যেমন ঃ Spark ,Blu ,ultimate , blu go আপনি এখান থেকে যেকোন টা একটিভ করতে পারেন । আমি করেছি blu Pack । প্যাক গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন energized 
  • যদি আপনি blu প্যাক নেন তাহলে 3 লিখে ইন্টার দিন। কোন পারমিশন চাইলে Y লিখে ইন্টার করবেন।
  • একটিভ হলে Basic info তে প্যাক এর পাশে Blu protection  লেখা দেখতে পাবেন।
  • অথবা ভিজিট করুন http://energized.pro Status Active লেখা আসলে কাজ হয়ে গেছে। আমার টা দেখানোর জন্য inactive করেছিলাম।
  •  
    খুব সাধারণ ভাবে লিখে বোঝানোর চেষ্টা করেছি । কারণ যারা রুট সম্পর্কে জানেন, Magisk Moduls ব্যবহার করেন তাদের খুব একটা সমস্যা হবে ।

    Why You need Root : রুট অতিজরুরি একটি Super user System যার মাধেয়মে আপনি আপনার ফোনটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন।নতুন নতুন কাস্টমাইজেশন রম  ব্যবহার করতে পারবেন। আ ামাদের ফোনে এমনও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো আপনার মোটেও প্রয়োজন নেই কিন্তু ফোনের অযথা জায়গা নিয়ে আছে তাদের আমরা কিছু বলতে বা করতে পারবো না ।কিন্তু আপনি যদি রুট ইউজার হয়ে থাকেন তাহলে যেকোন সিস্টেম অ্যাপ ডিলিট করতে পারবেন । সব থেকে মজার ব্যপার টা হলো কাস্টম রম আপনি যদি একবার কাস্টম রম উপভোগ করেন তাহলে আর স্টক রমে ফিরে যাইতে মন চাইবে না । আমি নিজেও কাস্টম রম ইউজার বর্তমানে pixel Expriance ব্যবহার করতেছি ।এর পারফর্মেন্স আমার স্টক রমের থেকে শতগুনে ভালো । এমন অনেক রম আছে যেগুলা আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে করে দিবে আরো স্মুদনেস এবং ঝামেলাবিহীন .