Time

|

November 06, 2021

Ads মুক্ত ওয়েব ব্রাউজিং

আজকে আমি দেখাবো কিভাবে আপনি Ads মুক্ত ওয়েব ব্রাউজিং এবং Ads মুক্ত অ্যাপ ব্যবহার করতে পারেন ।বর্তমান সময়ে এড আমাদের সবচেয়ে সময় অপচয় করছে এবং ঠিক মত ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়ে দাড়িয়েছে।

  • যদি আপনার ফোনটি রুট হয়ে থাকে তাহলে আপনি এই অসাধারণ ফিচারটি উপভোগ করতে পারবেন ।

  • প্রথমে আপনি Magisk Manager এ গিয়ে Energized Modules টি ইনস্টল করুন।
  • ইনস্টল হয়ে গেলে ফোন টি রিবুট করুন ।
  • রিবুট হয়ে গেলে আবার Magisk Manager  এ গিয়ে সেটিং এ যান তারপর Systemless Hosts এ ক্লিক করুন করুন।
  • তারপর Play Store থেকে Termux অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন ।
  • su Type করে Enter দিন। তারপর রুট পারমিশন টি দিয়ে দিন।
  •  

  • তারপর type করুন energized । নিচের মতো energized -m এমন কমান্ড আসলে ভাববেন energized এর পারমিশন পেয়ে গেছে।
  • এবার  type করুন energized -m ইন্টার দিন একটু অপেক্ষা করুন হয়ে গেলে কিছু প্যাক দেখতে পারবেন যেমন ঃ Spark ,Blu ,ultimate , blu go আপনি এখান থেকে যেকোন টা একটিভ করতে পারেন । আমি করেছি blu Pack । প্যাক গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন energized 
  • যদি আপনি blu প্যাক নেন তাহলে 3 লিখে ইন্টার দিন। কোন পারমিশন চাইলে Y লিখে ইন্টার করবেন।
  • একটিভ হলে Basic info তে প্যাক এর পাশে Blu protection  লেখা দেখতে পাবেন।
  • অথবা ভিজিট করুন http://energized.pro Status Active লেখা আসলে কাজ হয়ে গেছে। আমার টা দেখানোর জন্য inactive করেছিলাম।
  •  
    খুব সাধারণ ভাবে লিখে বোঝানোর চেষ্টা করেছি । কারণ যারা রুট সম্পর্কে জানেন, Magisk Moduls ব্যবহার করেন তাদের খুব একটা সমস্যা হবে ।

    Why You need Root : রুট অতিজরুরি একটি Super user System যার মাধেয়মে আপনি আপনার ফোনটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন।নতুন নতুন কাস্টমাইজেশন রম  ব্যবহার করতে পারবেন। আ ামাদের ফোনে এমনও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো আপনার মোটেও প্রয়োজন নেই কিন্তু ফোনের অযথা জায়গা নিয়ে আছে তাদের আমরা কিছু বলতে বা করতে পারবো না ।কিন্তু আপনি যদি রুট ইউজার হয়ে থাকেন তাহলে যেকোন সিস্টেম অ্যাপ ডিলিট করতে পারবেন । সব থেকে মজার ব্যপার টা হলো কাস্টম রম আপনি যদি একবার কাস্টম রম উপভোগ করেন তাহলে আর স্টক রমে ফিরে যাইতে মন চাইবে না । আমি নিজেও কাস্টম রম ইউজার বর্তমানে pixel Expriance ব্যবহার করতেছি ।এর পারফর্মেন্স আমার স্টক রমের থেকে শতগুনে ভালো । এমন অনেক রম আছে যেগুলা আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে করে দিবে আরো স্মুদনেস এবং ঝামেলাবিহীন .

    No comments:

    Post a Comment