আজকে আমি দেখাবো কিভাবে আপনি Ads মুক্ত ওয়েব ব্রাউজিং এবং Ads মুক্ত অ্যাপ ব্যবহার করতে পারেন ।বর্তমান সময়ে এড আমাদের সবচেয়ে সময় অপচয় করছে এবং ঠিক মত ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়ে দাড়িয়েছে।
যদি আপনার ফোনটি রুট হয়ে থাকে তাহলে আপনি এই অসাধারণ ফিচারটি উপভোগ করতে পারবেন ।
খুব সাধারণ ভাবে লিখে বোঝানোর চেষ্টা করেছি । কারণ যারা রুট সম্পর্কে জানেন, Magisk Moduls ব্যবহার করেন তাদের খুব একটা সমস্যা হবে ।
Why You need Root : রুট অতিজরুরি একটি Super user System যার মাধেয়মে আপনি আপনার ফোনটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন।নতুন নতুন কাস্টমাইজেশন রম ব্যবহার করতে পারবেন। আ ামাদের ফোনে এমনও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো আপনার মোটেও প্রয়োজন নেই কিন্তু ফোনের অযথা জায়গা নিয়ে আছে তাদের আমরা কিছু বলতে বা করতে পারবো না ।কিন্তু আপনি যদি রুট ইউজার হয়ে থাকেন তাহলে যেকোন সিস্টেম অ্যাপ ডিলিট করতে পারবেন । সব থেকে মজার ব্যপার টা হলো কাস্টম রম আপনি যদি একবার কাস্টম রম উপভোগ করেন তাহলে আর স্টক রমে ফিরে যাইতে মন চাইবে না । আমি নিজেও কাস্টম রম ইউজার বর্তমানে pixel Expriance ব্যবহার করতেছি ।এর পারফর্মেন্স আমার স্টক রমের থেকে শতগুনে ভালো । এমন অনেক রম আছে যেগুলা আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে করে দিবে আরো স্মুদনেস এবং ঝামেলাবিহীন .
No comments:
Post a Comment