Time

|

August 03, 2021

Termux

 আসসালামু আলাইকুম সাইবারবাসী ।

আজকে Termux নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি
১। Termux কি?
- Termux হচ্ছে একটি লিনাক্স টার্মিনাল বা শেল ও বলতে পারেন যা আপনার android ফোনে রুট ছাড়াই Advanced Tool গুলো অ্যাক্সেসের অনুমতি দেয়। এন্ড্রয়েডের মাধ্যমে হ্যাকিং করার জন্য অন্যতম সেরা সফটওয়্যার হলো টারমাক্স। এইখানে লিনাক্স
এনভায়রনমেন্ট পাওয়া যায়।
২। Termux দিয়ে কি হ্যাকিং করা বা শিখা সম্ভব?
- যদি আগে থেকে লিনাক্স এ দক্ষতা থাকে তাহলে করা যাবে মোটামুটি। আর নতুন হলে বেসিক শিখার প্রয়োজন।
৩। Termux দিয়ে কি ফেসবুক হ্যাক করা যায়?
- এক কথায় বললে না যায়না। তবে কিছু সিস্টেম আছে কিন্তু সেগুলো ওল্ড 😊 সবাই জানে। যেমন:- ফিশিং
৪। Termux দিয়ে কি ওয়াইফাই হ্যাক করা যাবে?
- না। (কেউ পারলে জানাবেন)
৫। Termux আমরা কি জন্য ব্যবহার করব? বা Termux দিয়ে আমরা কি কি করতে পারব? বা আমাদের Termux ব্যবহারের প্রয়োজনীয়তা কি?
-Termux আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন | যেমন :-
১. Termux এর সাহায্যে আপনি Linux এর basic শিখতে পারবেন , Linux এর অনেক কমান্ড এবং Tool Termux এ কাজ করে |
২. Termux এর আপনি Programming Language শিখতে পারবেন , Termux এ অনেক Programming Language সাপোর্ট করে যেমন C, C++, Python, Rubi, Pal ect.
৩. সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল Hacking, Termux এর মাধ্যমে আপনি Ethical Hacking শিখতে পারবেন | Hacking এর অনেকগুলো Tool আপনি Termux এর সাহায্যে ব্যবহার করতে পারবেন |
৬। Termux এর ব্যাবহার শিখলে কি লাভ আছে?
- সাধারণত চিন্তা করলে কোনো লাভ নেই। তবে আপনার যদি ভবিষ্যৎ এ হ্যাকার/পেন টেস্টার হওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনার জন্য বেস্ট অপশন হলো লিনাক্স । যাদের পিসি নেই তারা অ্যান্ড্রয়েড এ Termux শিখার মাধ্যমে অনেকটাই লিনাক্স এর বেসিক ক্লিয়ার করতে পারবেন। সহজ কথায় আপনারা termux দিয়ে শিখা শুরু করতে পারেন।
৭।Termux শেখার জন্য কি কি প্রয়োজন?
-Termux শেখার জন্য আপনার কাছে শুধুমাত্র Android Phone থাকলেই হবে এবং বিভিন্ন Tool এবং Package Install এবং Updated করার জন্য ইন্টারনেট এর প্রয়োজন হবে |
৮।Termux শেখার জন্য Mobile রুট করতে হবে ?
-না, Termux শেখার জন্য আপনার Mobile রুট করতে হবে না |
তবে অনেক Hacking Tool আছে যেগুলো ব্যবহার করতে গেলে মোবাইল রুট এর প্রয়োজন পড়ে ,
আপনি Mobile রুট করে Termux ব্যবহার করলে ওইসব Hacking Tool গুলো ব্যবহার করতে পারবেন |
We need Support Right Now ! Share & Keep Supporting Us
Stay Home , Stay Safe

No comments:

Post a Comment