ইন্টারনেটের এই জগতে I am not a robot এই লেখাটি কেউ দেখেনি এমন কাউকে ঠিক খুঁজে পাওয়া যাবে না, আসলেই তো রোবট হতে যাবো কেন আমি তো মানুষ।
তবে কেন ব্রাউজিং করার সময় হঠাৎ করে আলাদীনের চেরাগ থেকে দৈত্যের বের হয়ে আসার মতো পপআপ করে I am not a robot লিখাটি সামনে চলে আসে?
I am not a robot দ্বারা মূলত নিজেকে মানুষ হিসাবে প্রমাণ করতে হয় কিন্তু সেটা কিভাবে?
আমাদের সামনে কিছু অবিন্যস্ত এলোমেলো কিছু বর্ণ থাকে যেগুলো আমাদের বিন্যাস করে লিখতে হয় অথবা কিছু অস্পষ্ট ছবি থাকে, ছবিগুলো থেকে নির্দিষ্ট অবজেক্ট খুঁজে মার্ক করতে হয় যা কোনো বট কিংবা রোবটের পক্ষে করা সম্ভব নয়, পদ্ধতি দুটিকে যথাক্রমে Captcha এবং Recaptcha বলে।
এখন জানবো captcha কি?
Captcha শব্দটি Completely Automated Public Turning test to tell Computers and Humans Apart এর সংক্ষিপ্ত রুপ। সোজা ভাষায় এটির মাধ্যমে মানুষ এবং বট বা রোবটকে আলাদা করা সম্ভব। এটার জনক লুইস ভোন আহন।
Captch -র কাজ অনেকটা টিউরিং টেস্ট এর মতো আপনাকে অনলাইনে একটা ফর্মের নিচে কিছু এলোমেলো অবিন্যস্ত বর্ণ দিয়ে তা প্রবেশ করাতে বলা হবে যা কোনো বট কিংবা রোবটের পক্ষে করা সম্ভব নয়।
কিন্তু গুগল যখন দেখলো আগের পদ্ধতি এখন আর কার্যকর নয় তখন তারা আগের captcha থেকে বেশি স্মার্ট, মানুষের জন্য সহজ এবং রোবটের জন্য আরো কঠিন পদ্ধতি নিয়ে আসলো যেটা হলো No Captcha Recaptcha!
এই পদ্ধতিতে অস্পষ্ট কিছু ছবি দেওয়া থাকে সেখান থেকে নির্দিষ্ট কিছু অবজেক্ট খুঁজে বের করে মার্ক করতে হয়, যতোক্ষণ সেটা করা হচ্ছে না ততোক্ষণ সাইটে প্রবেশের অনুমতি দিচ্ছে না, আপনি বুঝতেই পারছেন এটা মানুষের জন্য সহজ কিন্তু বট কিংবা রোবটের জন্য খুবই কঠিন একটা কাজ। এটি বর্তমানে বহুল ব্যবহৃত পদ্ধতি।
সাধারণ স্পামারদের অবৈধ কাজ থেকে সাইটকে রক্ষা করতে captcha ব্যবহৃত হয়, যাতে ইন্টেলিজেন্ট প্রোগ্রাম তৈরি করে অনিয়ন্ত্রিত ব্যবহার করতে না পারে।
আশা করি আপনাদের সামান্য হলেও ধারণা দিতে পেরেছি, ভালো থাকবেন ধন্যবাদ।
_I am not a robot
No comments:
Post a Comment