আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ rdp তৈরি করবেন। আমি আগেই বলেছি যে এটি করতে আপনার নতুন একাউন্ট এ কাজ করা লাগবে।আগের একাউন্ট ইউজ করবেন না। বিভিন্ন কারণে একাউন্ট ডিলেট\suspend হতে পারে। এবং যেহেতু github এ অনেক একাউন্ট খোলা যায় তাই নতুন একাউন্ট খুলে নিলে সমস্যা নেই ।
Rdp কনফিগারেশন:
processor : intel (R) Xeon (R) CPU E5-2673 v4 @ 2.30GHz
ram: 7 gb
operating system: ubuntu latest এবং windows 10 server
architecture: x64
uptine: 6 ঘন্টা stable
privilage: root and administrator
1. প্রথমে github- এ একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
2. তারপর এই repo টি fork করুন (আমি এই রিপোটাকে randomly সার্চ করেছি। আপনি চাইলে Google বা Github থেকে ভালো repo বের করে নিতে পারেন।)
3. এবার রিমোট ডেস্কটপ এ গিয়ে debian লিনাক্স এর কোড টি কপি করে নিন
5. এখন github অ্যাকশন মেনুতে যান।6. workflow run করুন এবং গুগল রিমোট ডেস্কটপ থেকে পাওয়া কোডটি পেস্ট করুন, তার সাথে একটা নিউ ৬ digit এর পাসওয়ার্ড দিন. then click build.
7. তারপর workflow run ”’korun”’ এবং পেজটি refresh করুন এবং workflow তে যান। এর পরে আপনাকে programme automatic ডাউনলোড এবং ইনস্টল করার জন্য 5-7 মিনিটের মতো অপেক্ষা করতে হবে।
8. এটি করার পরে আপনাকে গুগল রিমোট ডেস্কটপে যেতে হবে এবং রিমোট অ্যাক্সেসে ক্লিক করতে হবে এবং আপনার instance select করতে হবে|
যারা যারা মোবাইল এ তারা গুগল রিমোট ডেস্কটপ app টা playstore থেকে ডাউনলোড করে নিয়েন। আর ঢুকতেই একটা এরর মেসেজ আসলে মেসেজ টা ok করে দিয়েন।
ubuntu র এই theme এবং last version টি আমার কাছে অনেক ভালো লেগেছে | পারফরম্যান্সের সাথে ইন্টারনেটের speed দুর্দান্ত হওয়ার কারনে এটি আমার খারাপ ইন্টারনেট সংযোগের সাথেও সহজেই চলছে।Github ট্যাব close করবেন না। নয়তো rdp এর কানেকশন close হতে পারে
তো এখন দেখা যাক আমরা কোন privilage পেয়েছি।
great, root এর যেহেতু সব কম্যান্ড এক্সেকিউড করতে পারবো তাই sudo su দিলেই আপনি root এক্সেস পাবেন |
এখন আপনি এখানে আপনার পছন্দ মতো কাজ করতে পারেন অথবা আপনার ভালো ইন্টারনেট ping থাকলে লিনাক্স গেমস (ie.stem) ইনস্টল করে খেলতে পারেন ।
No comments:
Post a Comment