Time

|

August 01, 2021

আনলিমিটেড রেফার করার ২টি ট্রিক।

কীভাবে আনলিমিটেড রেফার করবেন। মূলত ২টা ট্রিক আমি সেয়ার করব। 


১.পেইড মেথড


২.ফ্রি মেথড


পেইড মেথডঃ আপনি বিভিন্ন মাইক্রো ফ্রিল্যান্সিং সাইটে জব পোস্ট করে রেফার করিয়ে নিতে পারেন। মাইক্রোওয়ার্কার সাইট গুলোতে আপনি ১৪/২০ সেন্ট খরচ করে প্রতিটি রেফার কিনে ৬০টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট টার্গেট পূরন হলে মানে ১৩জন হলে তো ৫৭০০টাকা এক্সট্রা থাকছেই। যদি এভাবে কাজ করাতে চান তাহলে আমি সাজেস্ট করব Picoworkers.com ওয়েবসাইটটি। এখানে প্রচুর পরিমানে বাংলাদেশী ওয়ার্কার রয়েছে। আমি নিজে এখানে নানা জব পোস্ট করে থাকি।


ফ্রি মেথডঃ


আপনারা নিশ্চয়ই ক্লাউড ফোন সম্পর্কে শুনেছেন আগে। ক্লাউড ফোন হলো একটি ভার্চুয়াল ফোন।আমি আগে ক্লাউড ফোন ব্যাবহার করে অ্যাপ টেস্টিং এর কাজ করতাম। তাছাড়া মাঝে মাঝে গেমও খেলতাম।  আপনি এই ভার্চুয়াল ফোন ব্যাবহার করে নিজে আনলিমিটেড রেফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কিছু ইমেইল এড্রেস। https://cloud.geny.io একটি ক্লাউড ফোন সার্ভিস কোঃ। এখানে আপনি ১ঘন্টার জন্য ফ্রিতে অনেকগুলো ফোন ব্যাবহার করতে পারবেন। এবং ট্রায়াল শেষ হলে আবার নতুন একাউন্ট করে চালাতে পারবেন। এখানে একাউন্ট খোলা এবং ব্যাবহার করা খুব সহজ তাই স্ক্রিনশট দিলাম না। আপনি কেবল একাউন্ট করবেন এবং ইমেইল ভেরিফাই করে লগিন করলেই অনেকগুলো ফোনের লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে যেকোনো ফোন এ ক্লিক করলেই ফোন ওপেন হয়ে যাবে। তাছাড়া রয়েছে redfinger,Android emulator, Virtual Phone।  


ক্লাউড মোবাইল ব্যাবহার করতে অবশ্যই হাই ইন্টারনেট স্পিডের প্রয়োজন হবে। ভার্চুয়াল অ্যাপ এ অবিশ্যই ফেক অথবা গুরুত্বপূর্ণ নয় এমন ইমেইল দিয়ে গুগল প্লে স্টোরে যাবেন।

No comments:

Post a Comment