Time

|

August 10, 2022

নিজেই Rat বানিয়ে এন্ড্রোয়েড হ্যাক করুন termux ছাড়া কন্ট্রোল করুন Xhunter দিয়ে

 

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজকে আমি দেখাবো কিভাবে এন্ড্রোয়েড ফোন হ্যাক করবেন termux ছাড়া। এই নিয়ে আগে অনেক পোস্ট হইছে সমস্যা নাই যদি আপনার ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু রিসেন্ট পোস্ট তাই বিস্তারিত বলছি না সরাসরি কাজে চলে আশা যাক।

Singup

প্রথমে ওপেরে লিংক থেকে একটি account তৈরি করে নিবেন।

Account করা হলে অবশ্যই আমাদের account টি ভেরিফাই করতে হবে ।

ভেরিফাই করার সময় আমরা পাসওয়ার্ড সেট করে নিবো।

 

Deploy app 

ওপেরে লিংকে ক্লিক করলে এই রকম একটা পেইজ পাবেন। এখানে আপনাকে একটা অ্যাপস বানাতে হবে। যেকোন একটা নাম দিবেন এবং deploy app ক্লিক করবেন। কি সময় অপেক্ষা করবেন দেখবেন view নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।

View তে ক্লিক করে এই রকম দেখতে পারেন।

আমরা ওপরের URL টি কপি করবো।

Xhunter App

এওন আমরা চলে যাবো xhunter এ ।

এখন আমরা একটি payload. Bind করবো তাই build payloads ক্লিক করবো।

এখন আমরা প্রথমটা সিলেক্ট করে নিবো। build whatsapp payload.

এই রকম একটা বক্স পাবো। একটু আগে আমরা যে URL কপি করছি সেটা এখানে পেস্ট করে দিবো এবং  build ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার payload তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কোথায় আমার payload টা সেইভ হইছে সেই লোকেশন দেখাচ্ছে।

এখন আমরা start listening ক্লিক করবো।

এখন প্রথমটা সিলেক্ট করে নিবো।

Start lislening (heroku server]

আমরা আগের মতো একটা বক্স পাবো। আমাদের কপি করা যে URL টি আছে সেটা পেস্ট করে দিবো এবং connect & listen ক্লিক করবো।

দেখতেই পাচ্ছেন payload এর সাথে আমাদের সার্ভারটি কানেক্টেড হয়ে গেছে। এখানে কোন device নেই কারণ payload টি এখন ও ফোনে ইনস্টল করিনি তাই।

Payload টি ইনস্টল করে সব পারমিশন দিয়ে নিবো।

দেখতে পাচ্ছেন আমার Device শো করছে। এখানে যা যা দেখতে পাচ্ছেন সবই করতে পারবেন।

তো আজ এই পর্যন্তই থাক।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

No comments:

Post a Comment