বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম ।
আশা করি সবাই ভালো আছেন ।
আমার আজকের টপিক হচ্ছে নিজেই Rat বানিয়ে এন্ড্রোয়েড হ্যাক করুন termux ছাড়া এবং কন্ট্রোল করুন নিজের Telegram bot দিয়ে।
তো শুরু করা যাক।
২য় পর্বের লিংক
২য় পর্বের লিংক
১/প্রথমে telegram এপস এ ঢুকে সার্চ করুন BotFather
২/ আপনাদের ওইখানে Start বাটন দেওয়া থাকবে । Start বাটনে ক্লিক করুন।
৩/ /newbot এ ক্লিক করুন।
৪/ এখন আপনার বট এর জন্য একটা নাম choose করে সেন্ড বাটন এ চাপ দিন।
৫/ এখন বট এর জন্য ইউজার নেম choose করুন । ইউজার নেম এর ক্ষেত্রে অবশ্যই নাম এর শেষে Bot লিখবেন ঠিক আমি যেভাবে লিখছি ।
৬/ এবার এই API টা কপি করে রাখুন। Rat বানানোর সময় কাজে লাগবে।
৭/ আবার সার্চ অপশনে গিয়ে টাইপ করুন userinfobot
৮/ আপনাদের ওইখানে Start বাটন থাকবে। Start বাটনে ক্লিক করুন।
এবার এই আইডি টা কপি করে রাখুন ।
এখন এই লিংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
১/ এইখানে ক্লিক করুন
২/ সাইন আপ এ ক্লিক করুন
৩/ এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করুন। আমি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি তাই গুগল সিলেক্ট করলাম।
৪/ New project এ ক্লিক করে নিচে স্ক্রল করুন ।
৫/ নিচে স্ক্রল করলে দেখতে পারবেন Hello Node নামে অপশন আছে । তো এখানে ক্লিক করুন।
এখন Server.js আর package.json ফাইল ২টা ডাউনলোড করে নিন।
৬/ Hello Node অপশন ক্লিক করার পর একরকম পেজ আসবে। তারপর ওইখানে ক্লিক করুন।
৭/ এবার close preview এ চাপ দিন।
৮/ এখন এইখানে চাপ দিন
এরকম আসবে। এখান থেকে এই ফাইলগুলো ডিলিট করতে হবে।
মে ফাইল ডিলিট করবেন সেই ফাইলে ক্লিক করবেন আর এখানে ক্লিক করলে ডিলিট অপশন আসবে ডিলিট করবেন।
এখন Files অপশনে ক্লিক করুন
Upload a file এ ক্লিক করুন
আপনাদের যে package.json আর server.js
ফাইল দেওয়া হইছিল ওই ২টা আপলোড করুন ।
এখন শুধু এপস বিল্ড করা বাকি ।
No comments:
Post a Comment