Time

|

August 15, 2022

1.1.1.1 vpn কে কিভাবে Mod করবেন চলুন দেখে আশা যাক ।

 

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

 

আজ আপনাদের সামনে  হাজির হলাম 1.1.1.1 vpn নিয়ে ।আজকে দিখাবো কিভাবে 1.1.1.1 vpn কে Mod করবেন। unlimited Mod কিভাবে করতে হয় জানতে নিচে চোখ রাখুন।

 

1.1.1.1 vpn কি?

১.১.১.১ vpn মূলত গেমিং vpn । আমরা সবাই কম গেমিং করি কেউ free fire, pubg আরো অন্যান্য অনলাইন গেমিং করে থাকি। এই গেমিং করার জন্য আমাদের দরকার ভালো পিং। ভালো পিং না থাকলে দেখতে কষ্ট হয় সব মিলেই গেমিং প্লে বাজে হয়ে যায়। ২০২১ সালের মাঝামাঝি সময় বাংলাদেশের free fire, pubg ব্যান করে দেওয়া হয়। এবং তারপর থেকে আমরা vpn এর সাহায্যের গেমিং করে থাকি। কিন্তু অনেক vpn দিয়ে খেলে দেখছি 1.1.1.1 vpn এর এতো ভালো পিং অন্য vpn এ পাই নি। তো ১.১.১.১ কে যদি unlimited মোডে ব্যবহার করা যায় কেমন হয় বিষটি চলুন শুরু করা যাক।

যা যা লাগবে : 

১) MT manager

2) NP manager

দেখতে পাচ্ছেন unlimited ৯০ টাকা দিয়ে কিনতে হবে। দাড়াও বাছা দেখাচ্ছি তোকে কেমনে বাইপাস করতে হয়।

প্রথমে আমরা MT manager এ চলে যাবো।

তারপর থ্রী ডটে ক্লিক করবো।

এখন extract apk তে ক্লিক করবো।

১.১.১.১ সিলেক্ট করে extract apk ক্লিক করবো।

Extract হয়ে গেছে এখন এটাকে apk মোডে কনভার্ট করতে হবে।

এখন আমরা NP manager চলে যাবো।

১.১.১.১ উপরে ক্লিক করলে এই রকম পপ আসবে আমরা convert apk ক্লিক করবো।

কনভার্ট হয়ে গেলে আমরা চলে যাবো MT manager এ এবং ১.১.১.১ একটি ক্লিক করবো এবং view তে ক্লিক করবো।

এখন আমরা resources নিচে যতগুলো ফাইল আছে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবো।

তারপর classes ফাইলের উপর একটি ক্লিক করবো। Dex editor plus দিয়ে ওপেন করবো।

এখন আমরা strings চলে যাবো তারপর filter এ ক্লিক করবো।

আমরা unlimited লিখে সার্চ করবো

 

Capital অক্ষরে লেখায় ক্লিক করবো।

১১৫ ক্রমিক নং sput-object v1 পরের অংশ টুকু কপি করবো। দেখতে পাচ্ছে আমি কতটুকু সিলেক্ট করছি আপনি ও সেই টুকু সিলেক্ট করে কপি করবেন।

তারপর বেক চলে আসবো।

এখন search in current results ক্লিক করবো।

আমরা search option আসলে account লিখে সার্চ করবো এবং আমার মার্ক করা লেখা গুলো খুজে বের করে তার ভিতরে প্রবেশ করবেন।

এখন কথা হচ্ছে যে আমাদের খুজে বের করতে হবে যে p1-p2 কোথায় আছে। p1 পরে আমরা লিখবো sget-object p2, (একটু আগে যেই লেখা কপি করলাম সেটি পেস্ট করে দিবো।)

তারপর সেইভে ক্লিক করবো।

তারপর আমরা বেক দিবো এবং এই রকম পপ আসবে আমরা save and exit ক্লিক করবো।

আবার বেক দিলে এই রকম পপ আসেব auto sing টিক দিয়ে ওকে ক্লিক করবো। আমার কাজ শেষ। এখন আমরা অ্যাপসটি ইনস্টল করবো।

দেখতে পাচ্ছেন unlimited মোডে চলে আসচ্ছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 

No comments:

Post a Comment