Time

|

July 26, 2022

২৫ টি Best Chrome Extension For Mobile/PC User

 আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

এই পোস্টে আমি অনেকগুলো Chrome Extensions নিয়ে আলোচনা করবো যেগুলো ব্যবহার করার ফলে আপনার অনেক কাজই সহজ হয়ে যাবে এবং Google Chrome/ Brave / Kiwi ইত্যাদি (যেসব Chrome এর মতো Browser রয়েছে যা যেগুলোতে Chrome extensions support করে) সেগুলোতে এইসব Chrome Extensions ব্যবহার করতে পারবেন।

Google Chrome Extensions ব্যবহার করার জন্যে প্রথমেই আপনার Browser এ গিয়ে Type করবেন – https://chrome.google.com/webstore/category/extensions

এই লিংকে গিয়ে আপনি অসংখ্য Chrome Extensions পেয়ে যাবেন। তবে আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো কাজের তো অবশ্যই সেই সাথে যারা এইগুলো সম্পর্কে জানেন না তারাও জেনে যাবেন ভালোভাবেই।

Google Chrome Extension এর মাধ্যম আপনি আপনার কাজকে আরো Productive করে তুলতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার Internet Browsing কে একেবারে Next Level এ নিয়ে যেতে পারবেন এর সাহায্যে।

Chrome Extensions এর User দিনের পর দিন বেড়েই চলেছে। কেননা এই Chrome Extensions গুলো আপনাকে অনেকভাবেই সাহায্য করতে পারে। বিশেষ করে যখন আপনি তাড়াতাড়ি অনেক কাজ করছেন।

এগুলোর ভেতরে সবগুলোই উপকারী বলে আমি মনে করি যদি আপনি এর ব্যবহার সঠিকভাবে জানেন। তবে কারো কাছে এগুলো জানা থাকতে পারে আবার কারো কারো কাছে এতটা উপকারী না ও মনে হতে পারে।

প্রত্যেকের চিন্তা-ভাবনা, জ্ঞান সবই আলাদা। তাই যার যা ইচ্ছা ব্যবহার করুন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।

1. EXTENSION NAME : PRIVACY BADGER

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/privacy-badger/pkehgijcmpdhfbdbbnkijodmdjhbjlgp?hl=en

এই Extension টি আপনাকে Internet Browsing এ বিভিন্ন Hidden Trackers, Spying Ads Block করে এগুলো থেকে মুক্তি দিবে। বিভিন্ন Website আপনার তথ্য Collect করে আপনাকে Ads দেখায়।

এই Extension এর মাধ্যমে সেসব Tracker দের আপনি একেবারে বন্ধ করে দিতে পারবেন।

2. EXTENSION NAME : uBlock Origin

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/ublock-origin/cjpalhdlnbpafiamejdnhcphjbkeiagm?hl=en

এটিও একটি Trackers, Ads block করার Extension। তবে এখানে একটু ভিন্নতা রয়েছে আগের Extension টি থেকে। এই Extension এর মাধ্যমে আপনি ঐসকল Ads গুলোকে Block করতে পারবেন যেগুলো Website এ Directly Show করে।

3. EXTENSION NAME : DUCKDUCKGO PRIVACY ESSENTIALS

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/ublock-origin/cjpalhdlnbpafiamejdnhcphjbkeiagm?hl=en

Privacy Conscious মানুষগুলো এই নামটি অবশ্যই চিনে থাকবেন। এ নিয়ে আমি এর আগে পোস্টও দিয়েছি। যাই হোক, যারা নিজেদেরকে Internet এর দুনিয়ায় একেবারে গোপন করে দিতে চান তাদের কাছে এর থেকে Better কোনো Option আছে বলে মনে হয় না।

যারা জানেন না DuckDuckGo কি তাদের উদ্দেশ্যে বলছিঃ DuckDuckGo হচ্ছে এমন একটি Search Engine (Google এর মতো) যেখানে আপনি কি Search করছেন, কি দেখছেন কোনো কিছুরই Data Collect করা হয় না।

Google আপনার কোন কোন Information কিভাবে Collect করে এ নিয়েও আমি পোস্ট দিয়েছি আর সেগুলো কিভাবে দেখতে পারবেন সেগুলো নিয়েও বিস্তারিত পোস্ট করা আছে আমার Profile এ।

যাই হোক, Google আপনার Information নিয়ে যে সারা বিশ্বে Business করে বেড়াচ্ছে তা হয়তো আপনার আর অজানা নয়। যারা নিজেদের Information নিয়ে একটু বেশিই চিন্তিত তারা এই Extension/ Search Engine ব্যবহার করতে পারেন।

আপনার কোনো তথ্যই তারা Collect করবে না বা কারো কাছে বিক্রিও করবে না। Google এর পরে সবচেয়ে জনপ্রিয় একটি Search Engine গুলোর মধ্যে একটি এটি।

4. EXTENSION NAME : DARK READER

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/dark-reader/eimadpbcbfnmbkopoojfekhnkhdbieeh/related?hl=en

আপনার কি Dark Mode খুবই পছন্দ? Dark Mode ছাড়া কোনোভাবেই চলতে পারেন না? তবে আপনার জন্যে এই Extension টি হবে একমাত্র Solution।

অনেকেই বলতে পারেন এখন তো সব Browser এই Dark Mode Feature দেওয়া থাকে। হ্যাঁ থাকে।তবে এই Extension টি যেভাবে কাজ করে তা হলো – আপনি এই Extension টি Install করে On করে দিলে আপনি যে Website এই Visit করেন না কেন আপনি সেই Website এর Dark Mode Version টিই পাবেন।

Website টি যদি Dark Mode Supported না ও থাকে তবুও আপনি সেখানে Dark Mode Enable করতে পারবেন।

 

5. EXTENSION NAME : YOUTUBE RABBIT HOLE

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/youtube-rabbit-hole/nlddakjbmpidooplakalfoogdincflfh

 

এই Extension টি তাদের জন্যে বিশেষ করে যারা Computer এ বা Laptop এ YouTube Video দেখেন। আপনারা তো অবশ্যই YouTube এর Algorithm সম্পর্কে জানেন যেখানে আপনি একটা ভিডিও দেখলে সেই ভিডিওর Category, Genre ইত্যাদি Related আরো Video Suggest করতেই থাকবে।

যার মাধ্যমে আপনাকে তাদের (YouTube এর) Website এ ধরে রাখবে যেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেন তাদের Website এ থেকে। এর ফলে অনেকেই কিছু গুরুত্বপূর্ণ খুজতে YouTube এ ঢুকে কখন যে অন্যদিকে চলে গিয়েছে আর তার সময় নষ্ট করে ফেলেছে তার খবরই থাকে না।

এই Extension আপনাকে তা থেকে বিরত রাখবে। এই Extension টি সেইসব Recommended Videos, Trending Videos, Comments সহ আরো অনেক কিছুই Remove করে দিবে YouTube Page থেকে।

ফলে আপনি তাদের Rabbit Hole এ পড়ে আপনার মূল্যবান সময় আর নষ্ট করবেন না। One of the best extension বিশেষ করে তাদের জন্যে যারা YouTube এর প্রতি Addicted আর তাদের জীবনে এটি একটি খারাপ প্রভাব ফেলেছে।

 

6. EXTENSION NAME : Picture in Picture Extension (By Google)

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/picture-in-picture-extens/hkgfoiooedgoejojocmhlaklaeopbecg

 

YouTube এর নিজের Picture In Picture Mode রয়েছে। এর মাধ্যমে আপনি যেকোনো কাজ করতে করতে Video দেখতে পারবেন Video টির ছোট্ট একটি Window Screen এ নিয়ে এসে।

তবে কেমন হয় যদি এই Feauture টি আপনি YouTube ছাড়াও যেকোনো Website এই ব্যবহার করতে পারেন? হ্যাঁ, এই Extension এর মাধ্যমে আপনি সেটা করতে পারবেন অতি সহজেই।

 

7. EXTENSION NAME : Read Aloud

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/read-aloud-a-text-to-spee/hdhinadidafjejdhmfkjgnolgimiaplp?hl=en

আপনার কি কোন ওয়েবসাইটের কোন লেখা পড়ার চেয়ে বেশি শুনতে ভালো লাগে? তবে এই Extension টি আপনার জন্যই তৈরি করা হয়েছে এই এক্সটেনশনের মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটের লেখা শুনতে পারবেন মানে আপনাকে যে কোন ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে এবং আপনাকে নিজে থেকে পড়তে হবে না।

এটি আসলে Speech To Text ব্যবহার করে আপনাকে সেই লেখাগুলো পড়ে শোনাবে যেগুলো আপনি চাচ্ছেন সেই ওয়েবসাইট থেকে।

 

8. EXTENSION NAME : Turn Off The Lights

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/turn-off-the-lights/bfbmjmiodbnnpllbbbfblcplfjjepjdn/related

এটিও একটি কাজের একটি Extension। যারা Online এ Video Streaming করেন তাদের জন্যে এই Extension টি প্রচুর কাজে লাগবে। এই Extension এর মাধ্যমে আপনি যখনই কোনো Webpage এ Video দেখবেন তখন এই Extension টি On করে দিলে সেই Webpage এর ঐ Video টি ছাড়া বাকী Video, Text ইত্যাদি Automatically Hide হয়ে যাবে।

যার ফলে আপনি মনোযোগ দিয়ে ঐ Video টি দেখতে পারবেন আর Enjoy করতে পারবেন যা আপনি দেখছিলেন কোনো Distraction ছাড়াই।

 

9. EXTENSION NAME : HoverZoom+

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/hover-zoom+/pccckmaobkjjboncdfnnofkonhgpceea?hl=en

এই Extension টিও Pc User দের জন্যেই বিশেষভাবে তৈরি করা হয়েছে। আপনি এই Extension টি Install করার মাধ্যমে যখনই কোনো Website এর Image, Video, Thumbnail এ আপনার Mouse টি Point করবেন তখনই সেই Thumbnail, Image ইত্যাদি আপনাকে Preview করে দেখাবে।

আস্তে আস্তে ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন এটি আপনার অনেকটাই সময় বাচিয়ে দিচ্ছে।

 

10. EXTENSION NAME : Stay Focused / BlockSite

EXTENSION LINK :

Stay Focused – https://chrome.google.com/webstore/detail/stayfocusd/laankejkbhbdhmipfmgcngdelahlfoji

BlockSite – https://chrome.google.com/webstore/detail/blocksite-stay-focused-co/eiimnmioipafcokbfikbljfdeojpcgbh?hl=en

 

অনেকেই রয়েছেন যারা Pc On করার পূর্বে বা Internet এ ঢোকার পূর্বে নিজেদেরকে প্রমিস করেন যে আজকে সময় নষ্ট করবো না। একটু পরেই Facebook, YouTube এর মতো কোনো না কোনো Website এ নিজেদেরকে খুজে পান আর সময় তো নষ্ট হতেই থাকে।

অনেকে আবার কোনো কিছু Research করতে বা কোনো Study Materials খুজতে Online এ ঢুকেন আর Study বাদে সবই করতে থাকেন।

এইসকল Distraction থেকে মুক্তির উপায় হচ্ছে এই দুটি Extension। এই দুটি Extension এর মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো Website কিছুক্ষন (যতক্ষন আপনার ইচ্ছা) সময়ের জন্যে বন্ধ করে রাখতে পারবেন। যার ফলে আপনি Online এ ঢুকেই অদরকারী কোনো কাজে নিজেকে ঢুকিয়ে রাখতে পারবেন না।

 

11. EXTENSION NAME : Raindrop.io

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/raindropio/ldgfbffkinooeloadekpmfoklnobpien?hl=en

আপনি কি কোনো Bookmark Manager ব্যবহার করেন না? তবে সময় এসে গিয়েছে এখন থেকেই ব্যবহার করার। এটি মূলত Bookmark গুলোকে Bookmark করে রাখার একটি ব্যবস্থা।

বুঝতে পারেননি? বুঝিয়ে দিচ্ছি। আপনি হয়তোবা একাধিক Web Browser ব্যবহার করেন আর সেগুলোতে আলাদা আলাদা রকমের Bookmark রয়েছে? সেগুলো একসাথে একটি জায়গায় রেখে দিতে এই Extension টি ব্যবহার করতে পারবেন।

Google Playstore এ তাদের একটি App ও রয়েছে। যারা নিজেদের এত এত Bookmark Backup ও হারিয়ে যাওয়ার ভয়ে রয়েছেন তারা এই Extension টি ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার ফোনটি হারিয়ে গেলে, বা নষ্ট হয়ে গেলেও Bookmark হারানোর ভয় নেই। ফোনটি যদি কোনো কারনে Restore ও দিতে হয় তবুও ভয় নেই। আপনার Bookmark গুলো Secured অবস্থাতেই থাকবে।

 

12. EXTENSION NAME : Noisii / Rofocus

EXTENSION LINK :

Noisii – https://chrome.google.com/webstore/detail/noisli/klejemegaoblahjdpcajmpcnjjmkmkkf

Rofocus – https://chrome.google.com/webstore/detail/rofocus-increase-your-foc/olomkelphccokjjidpagjpihlnemlpng?hl=en

আপনি একজন Student ই হোন কিংবা একজন ব্যস্ত মানুষ। যে-ই হোন না কেন, আপনার কি আশেপাশে প্রচুর আওয়াজ বা কোলাহোলের কারনে পড়ালেখা বা অন্য কোনো কাজে মনোযোগ নিয়ে আসতে পারছেন না?

কিংবা আপনি এমন এক জায়গায় থাকেন যেখানে আপনি একটু শান্তির আওয়াজ চান? তবে এই দুটি Extension আপনারই জন্যে। এখানে এত সুন্দর সুন্দর Melodious Sounds রয়েছে যেগুলো আপনার মনে নিয়ে আসবে শান্তি।

বিশ্বাস না হলে একবার Try ই করে দেখুন না! আমার বিশ্বাস আপনাকে হতাশ করবে না এই দুটি Extension।

 

13. EXTENSION NAME : Grammarly

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/grammarly-for-chrome/kbfnbcaeplbcioakkpcpgfkobkghlhen

 

যারা English এ কথা বলেন বা Practice করেন কিংবা কাউকে English এ কোনো Message বা Email লিখছেন কিংবা কোনো Article ই লিখছেন English এ তখন এই Extension টি আপনাকে সাহায্য করবে।

এই Extension টি মূলত এর underlying technology এর ব্যবহারের মাধ্যমে identify করে বা খুজে বেরকরে আপনার grammatical errors গুলো আর আপনাকে সেই grammatical errors গুলো সম্পর্কে জানায়।

এর মাধ্যমে আপনি আপনার English Writing কে অন্য এক Level এ নিয়ে যেতে পারবেন। যারা বিশেষ করে Students, Article Writers রয়েছেন তাদের অবশ্যই কাজে দিবে এই Extension টি।

 

14. EXTENSION NAME : Distill

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/distill-web-monitor/inlikjemeeknofckkjolnjbpehgadgge

 

এই Extension টি বিশেষ করে তাদের জন্যে কার্যকর যারা Students বা Researchers রয়েছেন। অনেকেই আছেন যাদের Admission এর জন্যে বা কোনো কারনে ( যে কারনেই হোক ) কোনো Website একটু পর পর বা Regularly Visit করতে হয় কোনো নতুন খবর পাওয়ার জন্যে।

এই Extension আপনার সেই সময়টুকু বাচিয়ে দিবে। এই Extension সেই Website টিকে নিজে নিজেই Monitor করবে এবং নতুন কোনো কিছু সেই Website এ Publish হলে আপনাকে Email, SMS, Push Notification এর মাধ্যমে জানিয়ে দিবে।

 

15. EXTENSION NAME : MailTrack

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/email-tracking-for-gmail/ndnaehgpjlnokgebbaldlmgkapkpjkkb

 

Whatsapp কে এত জনপ্রিয় করে তুলেছিল যে Feature গুলো সেগুলোর মধ্যে একটি Feature ছিল অপরজন কোনো Message Seen করলে Tick Mark Show করা।

আপনি কাউকে Gmail এর মাধ্যমে Mail করলে অপর ব্যক্তি Email টি পড়েছে কি না তা এই Extension এর মাধ্যমে আপনি জানতে পারবেন অতি সহজেই। খুবই দরকারী একটা Extension বিশেষ করে যারা Mail করেন নিয়মিত তাদের জন্যে

 

16. EXTENSION NAME : The Great Suspender

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/the-great-suspender-origi/ahmkjjgdligadogjedmnogbpbcpofeeo?hl=en

 

প্রায় সবাই জানেন Pc এর জন্যে Chrome কতটা Ram Hungry একটি Software। একসাথে অনেকগুলো Tab open করলেই আপনার Ram এর ১২ টা বেজে যায়।

তাই এই Extension টি আপনাকে সেই ঝামেলা থেকে মুক্তি দিবে। আপনি যখন একসাথে একাধিক Tab Open করবেন তখন কিছু Tabs এমন থাকে যেগুলো আপনি ব্যবহার করছেন না বা দরকারী না।

এই Extension সেই Tabs গুলোকে Freeze করে রাখবে এবং আপনাকে Lag Free Smooth Experience দিতে সাহায্য করবে। আপনি যখন আবার সেই Tab এ ফিরে যাবেন তখন একবার Reload দিলেই ঐ Tab টি আবার আগের মতো চলতে থাকবে।

খুবই দরকারী ও কাজের একটি Extension বিশেষ করে যারা Pc User রয়েছেন তাদের জন্যে। যারা জানেন না তারা এই Extension টি Install করে নিন আপনাদের Computer এ আর ram খাওয়া থেকে বিরত থাকুন।

17. EXTENSION NAME : Loom / Screenity

EXTENSION LINK :

Loom – https://chrome.google.com/webstore/detail/loom-video-recorder-scree/liecbddmkiiihnedobmlmillhodjkdmb

Screenity – https://chrome.google.com/webstore/detail/screenity-screen-recorder/kbbdabhdfibnancpjfhlkhafgdilcnji?hl=en

Loom হচ্ছে একটি Screen Recorder যার মাধ্যমে আপনি আপনার Google Chrome এ Screen Record করতে পারবেন এবং Recording শেষে one tap এর মাধ্যমে share করতে পারবেন record করা video টি।

chrome এ screen record করার সবচেয়ে best option গুলোর মধ্যে এটি একটি। এছাড়াও screenity এর মাধ্যমে আপনি loom এর সকল feature এর সাথে add facecam to screen recording, create GIFs from screen recording, edit videos, annotate while recording the screen সহ অনেক কিছুই করতে পারবেন।

 

18. EXTENSION NAME : Smallpdf

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/smallpdf-edit-compress-an/ohfgljdgelakfkefopgklcohadegdpjf?hl=en

 

আপনার যদি প্রতিদিনই প্রচুর Pdf নিয়ে কাজ করতে হয় তবে আপনার উপকারে আসতে পারে এই google chrome extension টি। এর মাধ্যমে আপনি pdf edit, convert, merge, split, compress ইত্যাদি করতে পারবেন। সবচেয়ে best part হচ্ছে আপনি এই pdf কে MS Office documents এও convert করতে পারবেন।

 

19.EXTENSION NAME : Clickbait Remover For YouTube

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/clickbait-remover-for-you/omoinegiohhgbikclijaniebjpkeopip

 

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা Clickbait বিষয়টাকে দুচোখে দেখতে পারেন না। তাদের জন্যেই এই Extension টি। অবশ্য এর মাধ্যমে আপনার উপকারই বেশি হয়। কিভাবে? বুঝিয়ে দিচ্ছি।

ধরুন, আপনি কোনো একটি Tutorial Video দেখবেন। YouTube এ সেই Video এর Title Related প্রচুর Video রয়েছে। আপনি কি করে বুঝবেন আপনার জন্যে কোন ভিডিওটি সত্যিকার Information দিবে?

এই Extension এর মাধ্যমে আপনি YouTube এর Title এ থাকা Clickbait Thumbnail এর পরিবর্তে Video এর আসল অংশটুকু (আপনি Customize করে নিতে পারবেন – শুরু, মাঝখানে নাকি শেষের অংশ দেখতে চান) আপনাকে দেখাবে।

এর ফলে আপনার দরকারী সময়টুকু নষ্ট হবে না। খুব সহজেই বুঝতে পারবেন Clickbait Video কোনটি আর সত্যিকারের সঠিক Information দেওয়া Video কোনটি। অনেক ভালো একটি Extension।

 

20. EXTENSION NAME : Screen Shader

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/screen-shader-smart-scree/fmlboobidmkelggdainpknloccojpppi?hl=en

 

Dark Mode নিয়ে Extension দিয়েছি আর Blue light filter নিয়ে দিবো না তা কি করে হয়? আগের Dark Mode Extension টির মতোই এই Extension টিও কাজ করে একই ভাবেই।

আপনি যদি Long time বা দীর্ঘক্ষন সময় ধরে Web Browsing করেন এবং আপনি চান আপনার চোখের কোনো ক্ষতি না হোক তবে আপনি এই Extension টি ব্যবহার করতে পারেন।

এর ফলে আপনি (বিশেষ করে রাতের বেলায়) Browsing করার সময় আপনার Computer/Laptop এর Screen থেকে সরাসরি Blue Light আপনার চোখের উপর আসবে না। ফলে আপনার চোখ একটু হলেও সুরক্ষিত থাকবে।

 

21. EXTENSION NAME : Google Dictionary

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail//mgijmajocgfcbeboacabfgobmjgjcoja

 

নামের মতোই এর কাজ। Browsing এর সময় যে কোনো Word এর Definition বা অর্থ খোজার জন্যে বাড়ে বাড়ে আপনাকে নতুন Chrome tab এ গিয়ে সেই word type করে বা copy paste করে তার definition বা অর্থ খুজে বের করতে হবে না।

double click করেই আপনি সহজেই যে কোনো word এর definition, meaning ইত্যাদি জানতে পারবেন। অবশ্যই install করে রাখুন এই extension টি।

 

22. EXTENSION NAME : Return YouTube Dislike

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/return-youtube-dislike/gebbhagfogifgggkldgodflihgfeippi

 

YouTube যে তাদের Official App থেকে Dislike Option এ Dislike এর সংখ্যা সরিয়ে নিয়েছে তা কারোরই অজানা নয়।

অনেকেরই এর বিপক্ষে প্রশ্ন ছিল যে এর ফলে কোনটা ভালো বা কার্যকরী ভিডিও আর কোনটা মিথ্যা ভিডিও সেটা কিভাবে খুজে পাবো?

তাদের জন্যেই এই Extension। এটি Enable করার মাধ্যমে আপনি Pc তে যে কোনো youtube video এরই dislike সংখ্যা দেখতে পারবেন। আমি মনে করি এটা সবারই কাজে দিবে।

 

23. EXTENSION NAME : Shazam

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/shazam/mmioliijnhnoblpgimnlajmefafdfilb/

 

Smartphone এর মতো pc user রাও shazam এর মাধ্যমে যে কোনো গানের original title, name, link ইত্যাদি সহজেই খুজে পেতে পারবেন এই extension টির সাহায্যে। যারা নিয়মিত shazam app টি mobile এ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কাজে দিবে বলে আশা করছি।

 

24. EXTENSION NAME : RiteTag

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/ritetag/hclhpnhohpmlbadmeieecaandnglfodm?__hstc=20629287.a51a184b1f4b68b5a109abeccb174b23.1628192355924.1630000442296.1630011805805.80&__hssc=20629287.1.1630011805805&__hsfp=4043529008

 

আপনি কি ঐসকল ব্যক্তিদের মধ্যে একজন যে Facebook, Twitter এ কোনো post upload এর সময় কি hashtag use করবেন সেটা জানেন না? তবে এই extension টি আপনারই জন্যে।

এই extension টির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কোন hashtag টি ব্যবহার করা উচিত হবে আপনার post টি সবার কাছে পৌছানোর জন্যে। এই extension আপনাকে সাহায্য করবে আপনার পোস্টকে viral করতে।

 

25. EXTENSION NAME : Bitly

EXTENSION LINK : https://chrome.google.com/webstore/detail/bitly-unleash-the-power-o/iabeihobmhlgpkcgjiloemdbofjbdcic?__hstc=20629287.a51a184b1f4b68b5a109abeccb174b23.1628192355924.1630000442296.1630011805805.80&__hssc=20629287.1.1630011805805&__hsfp=4043529008

যারা নিজেদের Link গুলোকে Short করতে চান তাদের জন্যে এই Extension টি অবশ্যই কাজে দিবে। অনেক বড় Link গুলোকে একেবারে ছোট করে নিয়ে আসার জন্যে এই Extension টি আপনি ব্যবহার করতে পারেন। তাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। সেখানে গিয়েও ভিসিট করে Link Short করতে পারবেন।

 

তো এই ছিল আমাদের ২৫ টি Google Chrome Extensions। এগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার Internet Browsing কে একেবারে Next Level এ নিয়ে যেতে পারবেন।

এই Extenson গুলোর ভেতরে কিছু Extension আপনার Pc এর ক্ষেত্রে বেশি কাজে দিবে। কিছু Extensions Mobile User এর কাজে দিবে। আবার কিছু Extensions উভয় ব্যবহারকারীদের জন্যেই অনেক কাজে দিবে। ক্ষেত্রবিশেষে সবগুলো Extension ই খুবই ভালো।

আপনি যদি একজন Internet Browsing User হয়ে থাকেন মানে যে প্রতিদিনই Browsing related কাজ করেন তবে আশা করছি এই extension গুলো আপনার কাজে দিবে।

অবশেষে বলবো যারা Chrome Extensions ব্যবহার করেন না তারা এখন থেকেই ব্যবহার করা শুরু করে দিন। কেননা এইসব Extensions আপনাকে প্রচুর সাহায্য করবে।

No comments:

Post a Comment