Time

|

March 16, 2022

ব্লগার Invalid click protector স্ক্রিপ্ট যুক্ত করার উপায়

  আমরা সবাই জানি ওয়েবসাইট থেকে আয় করতে আমাদের অ্যাডসেন্স অনুমোদন লাগে তারপর আমরা টাকা আয় করতে পারি।

আপনিও যদি ওয়েবসাইট থেকে আয় করতে অ্যাডসেন্স অনুমোদন নেন তবে একটি জিনিস লক্ষ করবেন অ্যাডসেন্স এর অ্যাডে কেউ যেন বারবার ক্লিক করছে।যারফলে গুগল এগুলোকে অবৈধ ক্লিক মনে করে অ্যাডসেন্স বাতিল করে দিচ্ছে।

ব্লগার Invalid click protector স্ক্রিপ্ট যুক্ত করার উপায়

আপনিও যদি Invalid ক্লিক কর খপ্পরে পড়েন তাহলে কী করবেন।এটির জন্য একটি উপায় আছে এটি আমি এখন আপনাদেরকে বলবো।

ইনভ্যালিড ক্লিক করে কারা তারা হলো কোনো হ্যাকার যারা আপনার সাফল্য মেনে নিতে পারছে না তারা চাই আপনার একাউন্ট যাতে ব্যান হয়ে যায়।এমন কিছু লোক আছে যারা ইচ্ছে করে বারবার অ্যাডে ক্লিক করে, বিভিন্ন ভিপিএন দিয়ে অ্যাডে ক্লিক করে।

আপনি এই ক্লিক গুলো সহজেই এড়াতে পারবেন আপনি আপনার ব্লগের হেডারে অ্যাডসেন্স invalid ক্লিক প্রটেক্টর স্ক্রিপ্ট বসিডে দিবেন তবেই আপনার ব্লগের অ্যাডে কেউ বারবার ক্লিক করতে পারবে না।

তারা যদি একই আইপি থেকে আপনার ব্লগের অ্যাডে ক্লিক করে তবে তারা ৩ বার ক্লিক করার পর আর ক্লিক করতে পারবে না।অ্যাড তাদের জন্য অটোমেটিক বন্ধ হয়ে যাবে কয়েক মিনিটের জন্য।

এতে করে আপনার অ্যাড ইনভ্যালিড ক্লিক থেকে বেচে যাবে।

অ্যাডসেন্স ইনভ্যালিড ক্লিক প্রটেক্টর এর সুবিধাঃ

আপনি যদি চান আপনার অ্যাডসেন্স থেকে দীর্ঘদিন ধরে আয় করতে তাহলে আপনি আপনার ব্লগে অ্যাডসেন্স অ্যাড প্রটেক্টর ব্যবহার করতে পারেন।

এতে করে কেউ আপনার ব্লগের অ্যাডে অতিরিক্ত ক্লিক করতে পারবে না।

কেউ যদি ইচ্ছাকৃতভাবে ৩বার অ্যাডে ক্লিক করে তবে তার আইপিতে কয়েক মিনিটের জন্য অ্যাড শো করবে না।

কোনো বট আপনার অ্যাডে ক্লিক করতে পারবে না ফলে আপনার একাউন্ট থাকবে নিরাপদে।

আপনি আরো সুবিধা পেতে পারেন যেগুলো এখনো আমার জানা নেই।

কীভাবে ব্লগারে Adsense Invalid Click প্রটেক্টর যুক্ত করবেনঃ

আপনি যদি ব্লগার ব্যবহারকারী হন তবে আপনি আপনার ব্লগারে খুব সহজেই ইনভ্যালিড ক্লিক প্রটেক্টর যুক্ত করতে পারবেন।

  • আপনি প্রথমে আমার দেওয়া ইনভ্যালিড ক্লিক প্রটেক্টর স্ক্রিপ্ট কপি করে নিবেন।
  • তারপর আপনি আপনার ব্লগারের টেমপ্লেট এডিট মোডে যাবেন।
  • টেমপ্লেট এ <head> ট্যাগ খুজে বের করুন এবং আমার দেওয়া স্ক্রিপ্টটি পেস্ট করে দিন।
  • এবার আপনি আপনার টেমপ্লেট সেইভ করে দিন।


স্ক্রিপ্টটি কপি করে নিনঃ

<script type='text/javascript'>
//<![CDATA[

function downloadJSAtOnload(){var e=document.createElement("script");e.src="https://rawcdn.githack.com/mhdfasilwyd/script/e10713efcec5a681123c8cc8b74312cd4441b065/adsense-guard.js",document.body.appendChild(e)}window.addEventListener?window.addEventListener("load",downloadJSAtOnload,!1):window.attachEvent?window.attachEvent("onload",downloadJSAtOnload):window.onload=downloadJSAtOnload;

//]]>

</script>

আপনি ইচ্ছে করলে শুধু ব্লগার নয় ব্লগার ছাড়াও অন্যান্য ওয়েবসাইটে এই স্ক্রিপ্টটি যুক্ত করতে পারেন।আপনি ওয়ার্ডপ্রেস, ওয়াপকা,ওয়াপকিজ সহ অন্যান্য সকল ওয়েবসাইটে স্ক্রিপ্টটি যুক্ত করলেই স্ক্রিপ্টটি কাজ করবে।


বন্ধুরা উপরে আমি আপনাতের দেখালাম কীভাবে আপনার ব্লগে ইনভ্যালিড ক্লিক প্রটেক্ট করবেন এবং ইনভ্যালিড ক্লিক প্রটেক্টর স্ক্রিপ্ট দিলাম।

আপনারা যদি ব্লগে অ্যাডসেন্স ইনভ্যালিড ক্লিক ফেস করেন তবে এই স্ক্রিপ্টটি দিয়ে দেখতে পারেন।

এই স্ক্রিপ্ট আপনার ব্লগের অ্যাডকে অতিরিক্ত ক্লিক হতে রক্ষা করতে পারে।

No comments:

Post a Comment