HOW IFTTT WORKS?
IFTTT প্রতিদিন আপনার ব্লগে পোস্ট করে যাবে। তো কোন জায়গা থেকে অটো ব্লগিং সফটওয়্যার পোস্টিং করবে এইটা ১টা প্রশ্ন। উত্তর হল অটো ব্লগিং বিভিন্ন ব্লগের RSS FEED থেকে সম্পূর্ণ আর্টিকেল GRAB করতে পারে আর তারপর আপনার ব্লগে সেই আর্টিকেল পোস্ট করবে।
এমনকি ১টা আর্টিকেলের সম্পূর্ণ কন্টেন্ট ছবি থেকে শুরু করে সব কিছুই GRAB করবে আর তারপর পোস্ট করবে। এখানে কথা থেকে যায় যে বর্তমানে গুগোল এলগরিদম অনুযায়ী গুগোল কপি পেস্ট পোস্ট পছন্দ করেনা। সমাধান হলঃ অটো ব্লগিং সফটওয়্যারে আপনি পাবেন ট্রান্সলেট করার ব্যবস্থা।
যেকোনো আর্টিকেলকে যে কোন ভাষায় রুপান্তর করে তারপর আবার ইংলিশে রুপান্তর করবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার করিঃ ধরেন ১টা ইংরেজি আর্টিকেল, এইটাকে যদি প্রথমে ফিনিশ ভাষায় ট্রান্সলেট করি আর তারপর আবার ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কিন্তু পুরো আর্টিকেলটাই ইউনিক হয়ে যায় যদিও আর্টিকেলের মান ভালো হবেনা।কিন্তু যেহুতু আমরা অটো – ব্লগিং করতেছি,তাই এত ভালো মানের আর্টিকেল দরকার নেই। তাহলে দেখা গেল IFTTT দ্বারা ইউনিক আর্টিকেল দেয়া সম্ভব।
AUTO BLOGGING করার জন্য প্রথমে আপনার দরকার হবে IFTTT অ্যাপস / IFTTT ওয়েবসাইটে যান।
আমি অ্যাপ দিয়ে দেখাচ্ছি তাই,এখন IFTTT অ্যাপটি ওপেন করুন।আপনি চাইলে ওয়েবসাইট থেকে কাজ করতে পারেন।
তারপর Continue এ ক্লিক করুন।
এখন একটি একাউন্ট খুলুন।আমি গুগল দিয়ে একাউন্ট খুললাম।আপনি আপনার যে একাউন্ট এ আপনার ব্লগ আছে সেই একাউন্ট দিয়ে একাউন্ট বানিয়ে নিবেন।
তারপর Maybe Later এ ক্লিক করুন।
এখন আমরা Applets বানাবো।(যারা জানেন না Applets কি?তারা আমার আগের পোস্টটি দেখে আসুন।)তাই Create বাটনে ক্লিক করবো।
তারপর IF THIS এর পাশে Add বাটনে ক্লিক করবো।(IF THIS হলো একটি Trigger)
এখন আমরা rss ফীড এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অটো ব্লগিং করবো।তাই rss লিখে সার্চ করে rss feed সিলেক্ট করবো।
এবারে New Feed Item এ ক্লিক করুন।
এবারে আপনি যে সাইটের সাথে কানেক্ট করে দিবেন সেই সাইটের rss feed এর লিংক দিবেন।আমি আমার ওয়েবসাইটের আরএসএস ফীড এর লিংক দিলাম।তারপর continue এ ক্লিক করবেন। আপনি যদি কোনো ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কানেক্ট করে দিতে চান তবে সেটির আরএসএস ফিড ইউআরএল দিবেন।ওয়ার্ডপ্রেস সাইটের ফীড ইউআরএল এমন হয়ে থাকে – https://www.trickbd.com/feed । এবং ব্লগার সাইটের আরএসএস ফিড – https://feeds.feedburner.com/pietune এমন হয়ে থাকে।আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে।
এখন Then That এর পাশের Add বাটনে ক্লিক করবো।(Then That হলো একটি Action.)
এখন blogger লিখে সার্চ করে Bloggger সিলেক্ট করুন।যদি ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্ট করে দিতে চান,তবে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন।
এবার Create New Post এ ক্লিক করুন।
এই সেকশনে আপনি চাইলে হুবহু যেমন আছে তেমনই রেখে দিতে পারেন।এইটা হচ্ছে পোস্ট এরিয়া।অর্থাৎ আপনার পোস্টগুলো কিভাবে হবে,টাইটেল কি থাকবে,লেবেল কি থাকবে ইত্যাদি।
কিন্তু আমি কিছুটা চেঞ্জ করে দিলাম।তারপর আপনি চেঞ্জ করুন বা না করুন Continue এ ক্লিক করবেন।
আবারও Continue বাটনে ক্লিক করবেন।
আপনার ব্লগার সাইটের সাথে অটো ব্লগিং অন হয়ে গেছে।এখন এই জায়গায় আপনি Receive notifications when this run অন করে দিবেন।এতে করে Applets টি রান হলে আপনাকে notified করে দিবেন।তারপর Finish বাটনে ক্লিক করবেন।
এই পোস্টে আমরা দেখলাম,কিভাবে ব্লগার দিয়ে অটো – ব্লগিং করা যায় যেকোনো সাইটের আরএসএস ফীড এর সাহায্যে।পরবর্তী পোস্টে দেখা হবে IFTTT এর অন্য কোনো ফিচার নিয়ে।ততক্ষণ ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment