আসসালামু আলাইকুম।
এই টিউটোরিয়ালে লাইভ কার্ডিং দেখাবো।
আমি বলেছিলাম অনেক পদ্ধতি আছে কার্ডিং করার জন্য।আমি sql injection পদ্ধতি ব্যবহার করে দেখাবো। সাধারণ sqli এবং sqli কার্ডিং একই রকম, কনসেপ্ট একটু আলাদা।আজ একটি automation tool ব্যবহার করছি।ম্যানুয়ালি sqli করছি না।তাই আগের sqli টিউটোরিয়াল এবং এটা এক নয়।
★★কার্ডিং ব্যাসিক কনসেপ্ট:কার্ডিং কি আগের পোস্টে বলেছি।কিভাবে কাজ করে এখন বলব।বর্তমান সময়ে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা একটি নরমাল বিষয়। কার্ডিং জানতে হলে আগে ক্রেডিট কার্ড এর পেমেন্ট প্রোসেস সম্পর্কে জানতে হবে।ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হলে কার্ডের কিছু ইনফরমেশন দিতে হয়।সেগুলো হলোঃ credit card number,expire date,cvv। এই ইনফরমেশন গুলো সঠিক হলে আপনার পেমেন্ট সফল হয়।
এখন আপনি যে ইনফরমেশন গুলো এন্টার করলেন এগুলো ওয়েবসাইটের ডাটাবেইজ এ স্টোর হয়ে গেছে।আমরা এখন এই ডাটাবেইজ থেকে ইনফরমেশন গুলো বার করব।তাহলে আমাদের কার্ডিং প্রোসেস সম্পুর্ন হবে।
প্রতিবারের মতো স্টেপ বাই স্টেপ শুরু করি। এবং প্রতিবারের মতো এই পোস্টেরও ভিডিও টিউটোরিয়াল থাকবে টিউটোরিয়ালের শেষে।
বি.দ্রঃ অটোমেশন টুল আমি ব্যাবহার করতে নিরুৎসাহিত করি।কারণ এটা সহজ হলেও আপনার স্কিল ডেভেলপ হবে না এবং এর সাক্সেস রেট খুবই কম।বেশিরভাগ ওয়েবসাইট inject করতে পারে না।তাই ম্যানুয়ালি করার ট্রাই করবেন।
১.প্রথমে Droidsqli অ্যাপটি ডাউনলোড করুন।তারপর ওপেন করুন।
২.এখন target url এ আপনার sqli vulnerable ওয়েবসাইটটি প্যারামিটার সহ এন্টার করুন।
৩.উপরে ডান পাশে Inject এ ট্যাপ করুন।
৫.এখন ডাটাবেইজ এ অ্যাক্সেস করব।ট্যাপ করুন।
৬.এখন ডাটাবেইজ এর সব টেবিল দেখতে পারবেন।
৭.আমাদের টার্গেট কার্ডিং তাই আমাদের payment বা order বা shipping এই টাইপের টেবিল খুজতে হবে। এই ওয়েবসাইটে এই তিনটা টেবিলই পাইছি।
৮.Order টেবিল ক্লিক করলে আমরা এর কলাম দেখতে পারব।এই কলাম গুলো ইনফরমেশন বহন করছে।যেগুলো প্রয়োজন আমরা সেই কলামগুলো সিলেক্ট করে নিচে Get Data বাটনে ক্লিক করলে আপনি ইনফরমেশন গুলো পেয়ে যাবেন।
৯.এই ভাবে অন্য টেবিলের ডাটা এক্সপ্লোর করুন। Payment, Shipping এ অন্য ইনফরমেশন পেয়েছি।সেম ভাবে সিলেক্ট করে ইনফরমেশন কালেক্ট করুন।
১০.এই ওয়েবসাইটে এডমিন অ্যাক্সেস এর পাশাপাশি আপনি কোন ইউজারের অ্যাকাউন্টও অ্যাক্সেস করতে পারবেন। ইউজার টেবিল থেকে।
এখন এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন লাভ আপনার বিল পে করতে হবে ভিক্টিমের।
এই ছিল ব্যাসিক কার্ডিং টিউটোরিয়াল। আশা করি বুঝতে পারছেন।কলামের ইনফরমেশন এবং ওয়েবসাইটের ইউ আর এল ডিসক্লোজ করি নাই।
No comments:
Post a Comment