Google Drive কি?
Google Drive হলো গুগলের Cloud Storage যেখানে আপনারা আপনাদের যেকোন ফাইল(e.g. images, videos, documents, apps) সংরক্ষণ করে রাখতে পারেন এবং যেকারো সাথে খুব সহজেই ঐ ফাইল লিংকের মাধ্যমে শেয়ার করতে পারেন।
কিন্তু গুগল মামা আমাদেরকে তাদের Drive এ ফ্রিতে শুধুমাত্র ১৫ জিবি রাখতে দেয়। এর বেশি স্টোরেজ ব্যাবহার করতে হলে আমাদেরকে সেটা কিনে নিতে হয়।
কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একদম ফ্রিতেই আনলিমিটেড স্টোরেজ নিবেন
যেভাবে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ নিবেন
- প্রথমেই চলে যান এই লিংকে=> https://td.msgsuite.workers.dev/
- তারপর আমার মতো নাম প্রথমে ড্রাইভের নাম দিন, আপনি যেকোন নাম দিতে পারেন আমি যেহেতু টেস্ট করেছিলাম তাই Test Drive নাম দিয়েছি
- তারপর আপনার ইমেইল দিন এবং চাইলে যেকোন ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন অথবা random দিয়ে দিতে পারেন
আমি High Tech High সিলেক্ট করেছি - তারপর জাস্ট Captcha verify করে নেন এবং Create বাটনে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন My Shared Drives এ আপনার এই ড্রাইভটা তৈরি হয়ে গেছে
তো দেখেন আমার Drive তৈরি হয়ে গেছে । আপনারগুলো চেক করা জন্য এই লিংকে চলে যান=>https://drive.google.com/drive/u/0/shared-drives
এবার আমি চাইলে এই Test Drive এ আনলিমিটেড ফাইল আপলোড দিতে পারবো
[বিঃ দ্রঃ] এটা Shared Drive তাই Drive এর মালিক চাইলে ডাটা এক্সেস করতে পারবে তাই আমি সাজেস্ট করবো আপনাদের কোন Sensitive Data/files না রাখার জন্য । সবার সাথে শেয়ার করা যায় এমন ফাইলগুলাই রাখবেন
এরকম আরো কয়েকটা সাইটের লিংক…
যদি উপরের সাইটটা কখনো বন্ধ হয়ে যায় এগুলো থেকে নিতে পারবেনঃ
No comments:
Post a Comment