Online International Payment কীভাবে করবেন?
এডুকেশন বা ফ্রীলান্সিং সহ নানা কাজে আমাদের বিভিন্ন দেশ এর বিভিন্ন ওয়েব সাইট থেকে রিসোর্স বা প্রোডাক্ট কিংবা টাকা লেনদেন করতে হয়।
পেপাল এর মত আন্তর্জাতিক কোনো পেমেন্ট সিস্টেম বাংলাদেশে না থাকায় আমরা আমাদের প্রয়োজনে আন্তর্জাতিক লেনদেন করতে পারি না।
তো বাংলাদেশ থেকে কিভাবে অনলাইনে আন্তর্জাতিক পেমেন্ট করবেন আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আর্টিকেল শেয়ার করব।
এখন বাংলাদেশের অধিকাংশ ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করে। এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আন্তর্জাতিক পেমেন্ট করা যায়।
আমি ব্যক্তিগত ভাবে ইস্টান ব্যাংক এর EBL Aqua ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করি। এই কার্ড দিয়ে শুধু অনলাইনেই নয়, এর মাধ্যমে দেশে-বিদেশে অনলাইন কিংবা অফলাইন যেকোনো পেমেন্ট আপনি করতে পারবেন এবং যেকোনো দেশে গিয়ে ATM বুথ থেকে টাকাও তুলতে পারবেন। কিন্তু এই কার্ড দিয়ে টাকা রিসিভ করা যায় না।
Dual Currency Card এর কিছু লিমিটেশন আছে।
Per Year সবোর্চ্চ ১০ হাজার ডলার খরচ করা যাবে।
Per Transaction এ সবোর্চ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করতে পারবেন।
EBL Aqua Prepaid Master Card এর কিছু ইনফরমেশনঃ
Vat সহ কাডের দাম ১১০০+ টাকা। এছাড়া আর কোনো খরচ নেই।
এই কার্ডে মেয়াদ ৩ বছর।
এই কার্ড নিতে EBL Bank এ account লাগে না।
১৮/১৮+ বছর বয়সী যে কোনো বাংলাদেশি এই কার্ড নিতে পারবেন।
এই কার্ড ব্যবহার করা অনেক সহজ। EBL Bank এর মোবাইল এপ এর মাধ্যমে এই কার্ড এর যাবতীয় আপডেট এবং লেনদেন করা যায়।
EBL Aqua Prepaid Master Card নিতে কি কি ডকুমেন্টস লাগে?
পাসপোর্ট
পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
২ কপি নিজের পাসপোর্ট সাইজ ছবি
নোটঃ যাদের পাসপোর্ট নাই! তারা আপনাদের পরিবারের যার পাসপোর্ট আছে, তার পাসপোর্ট এবং ডকুমেন্টস দিয়ে কার্ড নিতে পারবেন। এ ক্ষেত্রে যার পাসপোর্ট থাকে ব্যাংকে যেতে হবে।
আমি আমার আপুর পাসপোর্ট দিয়ে কার্ড নিয়েছি। আপু কে নিয়ে ব্যাংকে গিয়ে কার্ড এর জন্য এপ্লাই করেছি। কার্ড আপুর নামে ইস্যু হয়েছে এবং আমি কার্ড ব্যবহার করতেছি।
অন্যের ডকুমেন্টস দিয়ে কার্ড নিলেও কার্ড যে কেউ ব্যবহার করতে পারবেন।
EBL Aqua Prepaid Mastercard এর জন্য কিভাবে এপ্লাই করবেন?
আপনার নিকটস্থ EBL Bank এর যে কোনো শাখায় যান। তারপর অফিসার কে বলুন EBL Aqua Prepaid Mastercard নিয়ে চাই। অফিসার একটা ফর্ম দিবে। যদি আপনার ডকুমেন্টস হয় তাহলে আপনার ইনফরমেশন অথবা অন্য কারো ডকুমেন্টস হলে তার ইনফরমেশন দিয়ে ফর্ম ফিলাপ করুন।
সাথে পাসপোর্ট নিয়ে যাবেন। অফিসার কে বলবেন, Dollar Endorsement করে দেওয়ার জন্য। অফিসার আপনার ডলার লেনদেন এর টার্গেট জানতে চাইবে। মানে এই কার্ড দিয়ে প্রতিবছর কত ডলার খরচ করতে চান। Per Year সবোর্চ্চ ৭ হাজার ডলার খরচ করা যাবে। আমি ৩ হাজার ডলার দিয়েছিলাম।
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডলার লেনদেন এর টার্গেট বলবেন । অফিসার সে অনুযায়ী পাসপোর্ট এ ডলার Endorsement করে দিবে।
মনে রাখবেন, পাসপোর্ট এ ডলার Endorsement না করলে ডলার ব্যবহার করতে পারবেন না।
ফর্ম ফিলাপ, পাসপোর্ট Endorsement এবং অফিসিয়াল কাজ শেষ হলে অফিসার সাথে সাথে EBL Aqua Prepaid MasterCard দিয়ে দিবে।
এই কার্ড ৩ দিনের মধ্যে Active হবে। কার্ড অ্যাক্টিভ হলে এসএমএস পাবেন।
কীভাবে কার্ডে ডলার রিচার্জ করবেন?
আপনার নিকটস্থ যে কোনো EBL Bank এর শাখা গিয়ে প্রিপেইড কার্ড এর ফর্ম কার্ড এর ইনফোরমেশন দিয়ে ফিলাপ করুন। আর হ্যা ফর্ম ফিলাপ করার সময় ডলার এ কার্ড রিচার্জ করতে চান এইটা সিলেক্ট করতে ভুলবে না।
এই কার্ড রিচার্জ করার কোনো লিমিটেশন নাই। ১ ডলার থেকে শুরু করে আপনার ইচ্ছামত ডলার রিচার্জ করতে পারবেন।
নোটঃ যে কেউ এই কার্ডে রিচার্জ করতে পারবে।
EBL Aqua Prepaid MasterCard দিয়ে ফেইসবুক বুস্ট সহ অনলাইনে যে কোনো সাইটে পেমেন্ট করতে পারবেন
—————————-
EBL Mastercard Aqua Prepaid Card Details: https://www.ebl.com.bd/.../EBL-Mastercard-Aqua-Prepaid-Card
EBL MasterCard Aqua Prepaid Card FAQ
No comments:
Post a Comment