Pegasus Spyware
নাম টি ইদানীং আশা করি অনেকেই শুনেছেন.. Spyware মূলত একপ্রকার ম্যালিশিয়াস সফ্টওয়্যার যা আপনার ডিভাইসে যে কোনো App / Site থেকে ভুল বশত একটি ক্লিক এই Save হয়ে যায়।
এর মাধ্যমে আপনার ডিভাইস এর যাবতীয় তথ্য, Phone Calls Tracking সহ সকল কিছু Control করার ক্ষমতা Hackers রা রাখে। এ নিয়ে বিস্তারিত কোনো একসময় বলবো, আপাদত এ থেকে সুরক্ষিত থাকার উপায় হলো কোনো Unknown Source থেকে যেকোনো ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন। Third Party App ব্যবহার থেকে বিরত থাকুন। Israel তৈরীকৃত এ Spyware টি থেকে নিরাপদ থাকতে যেকোনো App, Software সরাসরি Official Site থেকে ব্যবহারের পরামর্শ থাকছে। Scammers রা সর্বত্র বিদ্যমান, একটা বিষয় খেয়াল রাখবেন "Information is Wealth." জনসচেতনতায়যদি জিনিসটা প্লেস্টোরের কোনো app এর মাধ্যমে আসে?
সবাই জানি Facebook, Google, Apple, Microsoft এসব টেকজায়েন্ট এর চীফ প্রোগ্রামাররাই ইহুদি।
এরা যদি বিশেষ কোনো কোডিং করে থাকে তাদের apps গুলোতে, আপনি আমি তা থেকে কিভাবে নিরাপদ থাকবো?
সৌদি আরবের নিহত হওয়া সাংবাদিক জামাল খাসোগির স্ত্রীর ফোনেও পেগাসাস ভাইরাস পাওয়া গেছে অথচ ওনার ফোনে বাড়তি কোনো প্রোগ্রাম ছিলো না হোয়াটসঅ্যাপ ছাড়া।
ভাই কোনো software এর মাধ্যমে malware আসার দরকার নেই।আমি আপনি একটা link click করলেই malware ঢুকতে পারে।কথা হচ্ছে গিয়ে আমি আপনি যে কোম্পানির ফোন use করি তার os এ ও malware থাকতে পারে।playstore এমনটা করবে না তাদের reputation ও privacy law এর কারণে। তবে নিজের privacy এর বেলায় নিজেকেও believe করে ঠিক না।maximum leveler malware protection পেতে হলে আগে phone emmc flash করে নিজের develop করা kernal লাগবে।
No comments:
Post a Comment