


Placebo Effect
যদি আমি আপনাকে বলি যে আপনি কেবলমাত্র আপনার চিন্তা শক্তি দ্বারাই শরীরের বড় কোন রোগকে ঠিক করতে পারবেন। আপনি আপনার মাইন্ড পাওয়ারকে ইউজ করে শরীরের বড় কোনো অসুখে ঠিক করতে পারবেন। তো আপনি কি আমার এই কথাটিকে বিশ্বাস করবেন। জানি বিশ্বাস করবেন না। কিন্তু এটি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সত্য যে আপনি আপনার মাইন্ড পাওয়ারকে ইউজ করে আপনার শরীরের কোন রোগ-ব্যাধিকে ঠিক করতে পারবেন। আপনাকে শুধু এর মাধ্যমে জানতে হবে এবং কিভাবে টেকনিকে ইউজ করতে হয় তা জানতে হবে। আর আজকের এই আর্টকেলটির মাধ্যমে আমরা এটাই জানতে চলেছি।
Placebo Effect যার সাহায্যে আপনি কেবল মাত্র আপনার চিন্তা শক্তির সাহায্যে কোন রোগ-ব্যাধি ঠিক করতে পারবেন। Placebo Effect এই নামটিকে হয়তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আগেও শুনেছেন। হশতো অনেকে প্রথমবার শুনছেন এই টপিকটি উপরে একটি বইয়ে লেখা রয়েছে। বইটির নাম হলো You are the placebo
বইটির অথার হলেন ডক্টর জো ডিসপঞ্জা। জো ডিসপঞ্জা বয়স যখন ২১ বছর ছিল তখন তার সাথে একটি বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেই অ্যাক্সিডেন্টে তার পা এবং বেগবোনের প্রায় সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। বড় বড় ডাক্তারের কাছে দেখিয়ে কোন লাভ হল না। ডক্টর তাকে বললেন যে তাকে এবার তার সমস্ত জীবন হুইলচেয়ারে কাটাতে হবে কিন্তু যো হার মানেনি তিনি নিজের উপর একটি এক্সপেরিমেন্ট করলেন।
তিনি মনে মনে এটা ভেবে নিয়েছিলেন যে তিনি একজন নর্মাল ব্যক্তি তার শরীরে কিছুই হয়নি বেশ কয়েক বছর তাকে হুইলচেয়ারে থাকতে হবে। তারপর সে আবার তার নাম আমার লাইফে উপভোগ করতে পারবে। কয়েক মাস কেটে যাওয়ার পর তিনি ফিল করলেন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং কয়েক বছর পর তিনি একেবারেই সুস্থ হয়ে গেলেন। তিনি তাঁর হুইল চেয়ার থেকে উঠে নিজের নর্মাল লাইফটা উপভোগ করতে শুরু করলেন।
আর এই ঘটনাটি মেডিকেল সাইন্স এর কাছে একটি বড় মিস্টি হয়ে গেল আর ঠিক এই রকম একটি ঘটনা স্টিফেন হকিং এর সাথে ঘটেছিল। এই এক্সাম্পল দুটির দ্বারা এটা একেবারেই ক্লিয়ার হয়ে যায়। যে আমাদের শরীর সেটাই করে যেটা আমরা ভাবি আর এই কথাটিকে সাইন্স ও প্রুফ করেছে। যে ফ্রিকুয়েন্সি আমরা আমাদের ব্রেনের রাখি সেই একই ফ্রিকোয়েন্সিতে আমাদের বডিও রিরেক্ট করে।
Placebo Effect কে প্রুফ করার জন্য বিজ্ঞানীরা কিছু এক্সপেরিমেন্ট করেন তারা কিছু পেশেন্টদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে আমরা এমন মেডিসিনকে ডেভলপ করে নিয়েছি যার সাহায্যে আপনাদের শরীরের ব্যথা একেবারে শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা পেশেন্টদের পেইন কিলারের পরিবর্তে নর্মাল সুগার মেডিসিন দিয়ে দিলেন। আশ্চর্য জনকভাবে সেই Sugar Medicine মেডিসিন খেয়ে খেয়ে লোকেদের ব্যথা শেষ হয়ে যায়।
কারণ লোকেরা সেটিকে মেডিসিনের রূপে একসেপ্ট করেছিলেন। মেডিকেল ফিল্ডে স্পেশালি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ডক্টরা Placebo Effect কে প্রচুর মাত্রায় ব্যবহার করে। আর ঠিক এই ভাবেই আপনি হয়তো বহু লোকেদেরকে তাবিজ আংটি বা গলায় মালা পড়তে দেখেছেন। এই সকল জিনিস গুলিও মানে তাবিজ, আংটি, মালা Placebo Effect এক্সাম্পল। এই সকল জিনিস গুলি আপনার লাইফে ঠিক তেমনি প্রভাব ফেলবে যেমনভাবে আপনি এগুলিকে এক্সেপ্ট করবেন।
একচুয়ালি এই Placebo Effect বিলিভ সিস্টেমের উপর কাজ করে। Placebo Effect আপনার আস্থা এবং বিশ্বাস এর ভিত্তিতে কাজ করে। ফর এক্সাম্প্লে মাঝেমধ্যেই আপনি হয়তো এক্সামের আগে খুবি নারভাস হয়ে পরে এবং ভাবতে শুরু করেন যে বোধহয় আমার এক্সাম খুবই খারাপ হবে আর নরমালি তা ঘটে যায়। এই সিচুয়েশনে আপনি যে কোশ্চেনগুলো আনসারকে জানতেন সেগুলি কেউ ভুলে যান জানা প্রশ্নের উত্তর গুলো কেউ আপনি এক্সাম হলে নার্ভাসনেসের কারণে ভুলে যান।
মানুষের বিলিফ সিস্টেমটাকে সফল করতে পারে আবার অসফল করতে পারে। কারণ যেখানে বিশ্বাস এবং আস্থা আছে সেখানে নতুন রাস্তা আছে। আস্থার ফলে ভাবনা জন্ম হয় ভাবনার দ্বারা অনুভূতি তৈরি হয় অনুভূতির প্রভাব কাজের মধ্যে দেখা যায় আর ভালো কাজে ভালো ফল আসে। তো যদি আপনি ফলাফল চান তাহলে আপনাকে পজেটিভ ভাবনা রাখতে হবে।
তো চলুন এবার আমরা জেনে নেই যে আপনি প্লেসিবো ইফেক্টকে কিভাবে কাজে লাগাবেন। অনেক সময় কি হয় লোকের আপনাকে বলে যে তুই এই কাজটি করতে পারবি না। তুমি এ কাজটি করতে পারবে না। আপনি ঐ কাজটি করতে পারবেন না। এক কথায় লোকেরা আপনার উইলপাওয়ার কে নেগেটিভিটিতে পরিপূর্ণ করে দেয়। আপনাকে নেগেটিভ কথাগুলিকে অ্যাভয়েড করতে হবে।
আপনি কেবলমাত্র সেটাই করুন সেটা কি ফলো করুন যেটা আপনার জন্য ইউজফুল। নেগেটিভ থিংকিং আমাদের মাইন্ডে নেগেটিভ প্যাটার্নকে ডেভলপ করে। যার ফলে আপনার মধ্যে ভালো কিছু করার বড় কিছু করার ক্ষমতা থাকা সত্যেও আপনি সেই কাজগুলোকে করতে পারেন না। আপনি যেমন ভাবেন তেমনি ধরনের ব্যক্তি তৈরি হবে জীবনে আপনার প্যারেন্টস ফ্রেন্ডস relative’s আপনাকে বিভিন্ন এডভাইস দেয়।
কি করা উচিত কি করা উচিত নয় সেগুলিকে জানায় আপনাকে কি করতে হবে আপনাকে সেই সকল এডভাইস গুলিকেই ফলো করতে হবে যেগুলো কিনা সত্যিই আপনার জীবনকে বেটার বানাবে। আর যে এডভাইস গুলি আপনার কোন কাজের নয় সেগুলিকে রিজেক্ট করতে হবে। পজিটিভ থিংকিং এবং বিলিফের সাহায্যে আপনি পৃথিবীর যে কোন জিনিসকে এচিভ করতে পারবেন। আপনি নিজে একবার ভেবে দেখুন যে যদি আপনি কোন ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেন ।
তাহলে নেক্সট প্রাইম সেই ব্যক্তি আপনার সাথে কথা বলা তো দূরের কথা আপনার কাছেই আসবে না। আর যদি আপনি কোন ব্যক্তির সাথে ভালো ব্যবহার করেন তাহলে নেক্সট টাইম সেই ব্যক্তি ও আপনার সাথে ভালো ব্যবহার করবে। একটা কথা আছে → What You Think You Become আপনি যেমন ভাবনা রাখবেন তেমনি ধরনের ব্যক্তি তৈরি হবেন। তো আশা করছি এই প্লেসিবো ইফেক্টকে কিভাবে কাজ করে তা আপনি বুঝতে পেরেছেন এবং আশা রাখছি যে আপনি এই প্লেসবো এফেক্টকে নিজের লাইফে এপ্লাই করবেন।
Howdy Everyone,
Github মূলত অনেকেই BOT বা RDP Create এর জন্য Use করে থাকে। তবে RDP Create করার পর Github Account Suspend হওয়ার সম্ভাবনা থাকে, আর অনেকেই temp-mail.org use করেও github account create করতে যায় ফলে instant suspend হয় accountগুলো, তাই কোন suspend issue ছাড়াই Temp.mail দিয়ে কীভাবে unlimited github account খুলবেন তা বিস্তারিত জানতে Instruction follow করুন।
⁙⁘ Instruction ⁘⁙
1. প্রথমে যেকোন Browser এ গিয়ে Icognito Tab Open করুন (Ctrl + Shift + N)
2. এবার এই Temp.Mail Link এ প্রবেশ করুন এবং Generate এ Click করুন
3. POP-UP Menu থেকে ◘ Google Select করুন এবং Create এ Click করুন
4. এবার এই Temp Gmail দিয়ে Github এ Sign UP করুন
5.কোন Suspend issue থাকবে না।
ᓚᘏᗢ Tutorial ⇓
⁙⁘ Conclusion ⁘⁙
Mainly আমরা যখন Github-দিয়ে RDP চালাতাম তখন Suspend বা Disable হত Github Account। বারবার Gmail Create করে Github Account তৈরী করা বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছিলো, তাই এখন থেকে Temp.Gmail দিয়ে Unlimited Github Create করুন Easily.
“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন।
টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজ কি নিয়ে কথা বলবো।
আজ কথা বলবো Google Adsense এর Alternative ( বিকল্প) ৪টি বেস্ট সাইট নিয়ে। আপনার যদি ওয়েবসাইট থাকে ও তা বার বার Google Adsense এ apply করার পর ও approve হচ্ছে না, তাহলে তাদের জন্য আমি এই ৪টি সাইট এর নিয়ে লিখতে বসলাম।
আজ যে সব সাইট শেয়ার করবো তা Google adsense এর থেকে অনেক সময় বেশি CPM দিয়ে থাকে। আর account ban হওয়ার সম্ভাবনা খুবি কম।
যারা ব্লগিং করেন ও ছোট খাটো ওয়েবসাইট আছে তারা এই সব সাইটের ads বসাতে পারন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে সাইটের ভিজিটর দিনে ১০০-২০০ জন থাকতে হবে। না হলে এই সব ads থেকে ইনকাম এর আশা ছাড়ে দিতে হবে। চলুন তাহলে সেই সকল সাইট গুলোর নাম শেয়ার করি।
নিচে আমার Payment proof,
এই সাইটে join করুনঃ রেফার লিংক | রেফার ছাড়া লিংক
তবে আমি এখান থেকে ২-৩ বার অন্য account থেকে টাকা তুলতে পারেছি।
এই সাইটে join করুনঃ রেফার লিংক | রেফার ছাড়া লিংক
A-ads আমি বলবো সব থেকে best একটি সাইট, যার ads আপনি গুগল adsence এর সাথে ও ব্যবহার করতে পারবেন, যার CPM সব সময় গুগল এর কাছা কাছি, ও এক এক সময় এর থেকে বেশি ও হয়ে থাকে।
এর মধ্যে শুধু banner ads ই পাবেন। মিনিমাম 0.001 BTC হলে Coinbase এ টাকা তুলা যায়।
নিচে আমার পেমেন্ট proof দেখতে পারেন।
আমি ৩ বার এই সাইট থেকে টাকা পেয়েছি। এবং আমার কাছে সব থেকে এই সাইটাই বাকি ৩টা সাইট এর থেকে বেশি ভালো লাগছে। যাদের ওয়েবসাইট আছে তারা ছোট খাটো ইনকাম এর থেকে জেনারেট করতে পারবেন।
এই সাইটে join করুনঃ রেফার লিংক | রেফার ছাড়া লিংক
তো আজকের পোস্ট এই পর্যন্তই রইলো। আশা করি এই সব সাইট আপনারদের উপকারে আসবে। চাইলে আমার রেফার এ জয়েন করতে পারেন। এতে আপনাদের যে কোন সমস্যার সমাধান আমার থেকে নিয়ে নিতে পারবেন।
Treasure Cloud 800GB Cloud Storage পর্যন্ত রেফার H#@CK করুন Mannualy
Howdy Everyone,
কিছুদিন আগে Treasure Cloud এর 20GB Method নিয়ে পোস্ট করা হয়েছিলো, আজকে দেখাবো কীভাবে Fake Reffer করে 800GB পর্যন্ত Cloud Storage H@#ck করবেন। বিস্তারিত জানতে Instruction Follow করুন
⁙⁘ Instruction ⁘⁙
1. প্রথমে Icognito Tab Open করে https://treasure.cloud/ এ Sign Up করুন
2. এরপর Account pic. এ Click করেন তারপর Settings এ Click করেন
3. এবার Refferals এ Click করেন
4. আপনার reffer Linkটা Copy করে Save করে রাখুন।
5. Icognito Tab Close করে আবার Open করুন ( 1 নং এ Create করা Treasure Cloud Accountটি Save/মনে করে রাখতে হবে)
6. এবার নতুন Icognitotab এ আপনার reffer Link Open করে Sign Up করুন
7. Sign Up শেষে Tab Close করুন আবার 6 নং ধাপ Repeat করুন
8.এইভাবে প্রত্যেকটা Fake reffer এ আপনার Account এ 10GB Add হবে। সর্বমোট 800GB Cloud নেয়া Possible.
ᓚᘏᗢ Tutorial ⇓
⁙⁘Conclusion⁘⁙
এইভাবে Mannually reffer h#@ck Possible তবে আপনি যদি একদিনেই 800GB Quota Storage Fill UP করতে যান তবে main Account Ban হতে পারে। তাই যতটুকু Cloud প্রয়োোজন ঠিক ততটুকু Fake reffer করুন। এই Process Automatic ভাবে করার একটা Python BOT আছে তবে সেটা এখন কাজ করে না, কারণ Tresure Cloud তাদের System এ Account Sign UP এর সময় Verification Feature Add করছে
Python Code Link:- Github.com/habi_zabi
Treasure Cloud এ 20GB Storage Claim করুন ফ্রিতেই
Tresure Cloud হল বিভিন্ন Cloud এর মিলনমেলা। এখানে আপনি Google Drive, OneDrive এর File ও Access করে রাখতে পারবেন।সাধারণত এর Free Plan এ 10GB Cloud Space দেয়। তবে এর Promo Link এর মাধ্যমে 20GB Storage Freeতেই পাবেন।
1.সর্বপ্রথম এই Promo Link এ Visit করুন
2.আপনার Email; Username; Password দিন
3.Email এর Verification Code দিয়ে Verify করে নিন
5. 20GB Auto Claim হয়ে গেছে তা দেখাবে
6.আপনার Treasure Cloud এখন Ready !