Time

|

May 30, 2022

কিভাবে cmatrix ইনস্টল করবেন termux এ

 আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux এ cmatrix ইনস্টল করবেন।

Cmatrix কি?  

Cmatrix হচ্ছে কিছু ইফেক্ট যেগুলো কিছু লেটার, সিম্বল, সংখ্যা নিয়ে হয়। আসল কথা বলতে গেলে আমরা যে এখন sei-fi মুভি গুলো দেখি সেখানে cmatrix ব্যবহার করে আর আমাদের বুঝায় সে সিস্টেম হ্যাক করছে ইত্যাদি ইত্যাদি ।আশা করি কিছু টা হলে ও ধারণা আসছে।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

এখন আমরা termux কে আপডেট করি নিবো।

pkg update -y

এখন আপগ্রেড করে নিবো।

pkg install upgrade -y

এখন আমরা cmatrix টুলসটি ইনস্টল করবো।

pkg install cmatrix -y

টুলসটি ইনস্টল এর পর আমরা টুলসটি রান করবো।

cmatrix

এখন দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি রান হয়ে গেছে।

Cmatrix এর কিছু ভিন্ন ইফেক্ট আছে সেগুলো নিচে দেওয়া হলো।

1)  Asynchronous scroll :

asynchronous scroll ইফেক্ট রান করার জন্য লিখতে হবে।

cmatrix -a

2) Bold characters on :

Bold characters এর জন্য

cmatrix -b

3) All Bold Characters:

All bold characters এর জন্য

Cmatrix -B

4) Japanese Character’s :

Japanese characters এর জন্য

Cmatrix -c

5) Old Style Scroll :

Old style scroll এর জন্য

Cmatrix -o

6) X Window Mode :

X window mode এর জন্য

Cmatrix -x

 

7) Change Color : 

Change color এর জন্য

Cmatrix -c red

8) Rainbow Mode :

Rainbow mode এর জন্য

Cmatrix -r

 

9) Lambda Mode :

Lambda mode এর জন্য

 

Cmatrix -m

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Free Rdp Method 2022 Windows 365 Cloud PC by CCXEN

 আআসসালামু আলাইকুম।

আশা করি সকলে ভালো আছেন।আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে 8GB Ram এর RDP বানবেন ৩০ দিনের জন্য। যারা জানেন না RDP কি তারা ট্রিকবিডিতে সার্চ দিয়ে দেখে নিবেন অনেক পোস্ট আছে এটা নিয়ে।। আর যদি কারো দেখে বুঝতে সমস্যা হয় তাদের জন্য ভিডিও দিয়েছি নিচে।চাইলে দেখে নিবেন।

1 – প্রথমে দেখে নিন RDP এর ডেমো। এই RDP টাই আমরা এখন বানবো।

2 RDP করার Website এ যাবার জন্য এইখানে ক্লিক করুন।

RDP SIGN UP

3 Link এ যাবার পর নিচের মত দেখতে পারবেন। Email Box আপনার Email / Tempmail Use করতে পারেন। Email বসিয়ে ” Next ” এ ক্লিক দিন

4 এরপরে আমাদের USA Address + Info লাগবে। কোম্পানি নাম আপনার ইচ্ছামত দিতে পারেন। সাইজ ২-৪ জন দিবেন।
USA FAKE INFO

5 এবার নাম্বার ভেরিফাই করার জন্য আপনার নিজের নাম্বার ব্যাবহার করুন। VOIP Number ( 2nd Line / TextNow /Google Voice) এসব কাজ করবেনা।

6 এবার আপনার বিজনেস ডোমেইন বসান। এটা সেভ করে রাখবেন নোটবুক এ।

7 এবার Username & password বসান।এটাও সেভ রাখুন

8 এবার Add Payment Method এ ক্লিক দিন

9 আগে নিচে Usa info গুলো বসিয়ে নিন। এবার কার্ড পাবার জন্য বিন ব্যাবহার করুন

Bin:-

486355707611xxxx

CC GEN : ccxen.xyz

CC CHECKER : http://ccxen.xyz/cc2


কার্ড নিয়ে এবার বসিয়ে দিন।কার্ড চেক দিন।

10 এবার Start Trial এ ক্লিক দিন।

11 Get START এ ক্লিক দিন।

12 আপনাকে Windows 365 এর সাইট এ নিয়ে যাবে। আর নিচে এরকম Setting Up Your PC দেখতে পবেন।
30-60 Minutes অপেক্ষা করুন।সাইট কেটে দিতে পারেন।

13 তারপর দেখুন আপনার PC Ready

14 এবার Phone এ RDP চালানোর জন্য RDP App টা ডাউনলোড করে নিন। আর ওপেন করুন।
তারপর Workspace এ ক্লিক দিন। উপরর + এ ক্লিক দিয়ে Add Workspace এ ক্লিক দিন।

15 এবার এই URL টা বসান।
” https://rdweb.wvd.microsoft.com/api/arm/feeddiscovery ”

16 তারপর আপনাকে Microsoft এর পেজে Redire করবে।আপনার একাউন্ট সিলেক্ট করে Continue করে দিন।

17 এবার workspace এ এসে 3 Dot এ ক্লিক দিয়ে Edit এ ক্লিক দিন।

18 user account এ ক্লিক দিয়ে Add user Account সিলেক্ট করুন।

19 এবার আপনার Username & password টা বসান যেটা step 7 এ দিয়েছিলেন।দিয়ে সেভ করে দিন।

20 এবার Pc তে ক্লিক দিন।

21 Wait করুন।

22 Boom আপনার RDP Ready


May 26, 2022

Ultimate Collection Of Telegram Channels (83 best telegram channels in 1 post)

 আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টের জন্যে আমার যে সময় দিতে হয়েছে তার জন্যে গত ১০ টা পোস্টের পিছনেও হয়তো দেইনি। সবচেয়ে বেস্ট টেলিগ্রাম চ্যানেলগুলো কালেক্ট করে এক পোস্টে দেওয়ার চেষ্টা করেছি। অনেক কষ্ট হয়েছে এগুলো কালেক্ট করতে। কিন্তু যাই হোক, বেশিরভাগ মানুষই এই কষ্টের মূল্য বুঝবে না। কারন তারা মনে করবে এই কপি পেস্ট করতে এ আর কেমন কষ্ট লাগে। ভাই, কালেক্ট করে টেস্ট করে দেখতে যান এক এক করে। বুঝবেন কেমন লাগে।

যাই হোক, এই পোস্টে আমি এমন ৬১টি টেলিগ্রাম চ্যানেল দিয়েছি যাদের যে প্রয়োজনে লাগে তারা Join হয়ে নিতে পারেন। আশা করি কাজেই দিবে।

💥 যাদের free stock images,wallpapers প্রয়োজন তারা এই টেলিগ্রাম চ্যানেলগুলোতে Join হয়ে নিতে পারেন। এদের কালেকশন অনেক ভালো। আর Quality গুলোও অসাধারন।

1) https://t.me/shutterstockpremium
2) https://t.me/PhPxs
3) https://t.me/shutterstockstore
4) https://t.me/pexels
5) https://t.me/wallpaperselection
6) https://t.me/lineuiwalls
7) https://t.me/freestockphotos
8) https://t.me/Shutter
9) https://t.me/lineuiwalls
10) https://t.me/bestwallpapes
11) https://t.me/iWallpaper
12) https://t.me/InspiringImages
13) https://t.me/ideasforhome
14) https://t.me/WallpapersGram
15) https://t.me/Justdecor
16) https://t.me/carsoftheworld
17) https://t.me/PhotographyPassion
18) https://t.me/crazyart
19) https://t.me/artplanet
20) https://t.me/pictures_land
21) https://t.me/Architecture_World
22) https://t.me/darkspace
23) https://t.me/artsstyle
24) https://t.me/fotosgram
25) https://t.me/travelpics
26) https://t.me/naturus
27) https://t.me/wonderful_globe
28) https://t.me/Planet_Earth
29) https://t.me/BestTravelPhotography

যাদের Copyright free stock video লাগবে তাদের জন্যেঃ

1) https://t.me/FreeBackgroundVideo

2) https://t.me/stockvideosyoutube

💥 যাদের Ebook প্রয়োজন তাদের জন্যে এই চ্যানেলগুলো অনেক কাজে দিবে আশা করছি। এগুলোর ভিতর দেশি বিদেশি সব আলাদা আলাদা চ্যানেল আছে৷ আমি ক্যাটেগরি করে দিয়েছি। চিন্তা করতে হবে না। এর ভিতর মোটিভেশনাল, ইসলামিক, Business, Self help, amazon সহ অনেক বইগুলোর বিশাল কালেকশন আছে। একবার হলেও চেক করে দেখবেন আশা করি।

❤️ ইসলামিক বইগুলোর Pdf এর জন্যেঃ
1) https://t.me/sagbirahammed
2) https://t.me/best_islamic_pdf_kitab (islamic)
3) https://t.me/CyberLazaPdf

🔥 International Ebook এর জন্যেঃ

1) https://t.me/books_on_toast
2)  https://t.me/Novels_English_Books_Magazines
3) https://t.me/novels_free_pdf
4) https://t.me/eBookRoom
5) https://t.me/premium_ebook_index
6) https://t.me/epubonly
7) https://t.me/TheNovelsRepository
8) https://t.me/eBooksRepository
9) https://t.me/BooksDojo
10) https://t.me/UnLibrary
11) https://t.me/amazonebook
12) https://t.me/nonfictionbusinessebooks
13) https://t.me/pdfbasket
14) https://t.me/ebooks4ias
15) https://t.me/SelfHelpBooks4U
16) https://t.me/selfhelpbooks

💥যাদের Mod, Premium, Crack Apps প্রয়োজন তাদের জন্যে এই চ্যানেলগুলো Recommend করছি। এসব চ্যানেলগুলো নিয়মিত আপডেট ভার্সন গুলো আপলোড করে থাকে। তাই সেটা নিয়ে চিন্তা করা লাগবে না আপনার। সব একজায়গাতেই পেয়ে যাবেন।

1) https://t.me/allapkforfree
2) https://t.me/Mixrootmods
3) https://t.me/CrackedAppsworld
4) https://t.me/fhapp_s
5) https://t.me/a2zappsstore
6) https://t.me/whatsnewcloud
7) https://t.me/Alexey070315
8) https://t.me/moddroid_co_OF
9) https://t.me/ModdedCentral
10) https://t.me/AndroidPremiumSoftware
11) https://t.me/AndroGamers
12) https://t.me/pcandroidsoftware
13) https://t.me/premiunapks
14) https://t.me/Apps_and_Games_Android

💥যারা বিজ্ঞানপ্রেমী এবং Science, facts,technology এগুলো ভালোবাসেন আর এসব সম্পর্কে জানতে চান তাদের জন্যে এই চ্যানেলগুলো Recommended থাকবে। নিয়মিত নতুন নতুন ইনফরমেশন Update করা হয়ে থাকে। তাই এটা ভাববেন না যে ১০ বছর আগের কথা এখানে দিয়ে দেওয়া হয়েছে। একেবারেই নয়। প্রতিদিনই অনেক কিছুই শিখতে পারবেন।

1) https://t.me/Didyoureallyknow
2) https://t.me/askmenow
3) https://t.me/Curiosity_Tea
4) https://t.me/factschool
5) https://t.me/did_you_know
6) https://t.me/googlefactss
7) https://t.me/life_hacker
8) https://t.me/science
9) https://t.me/EverythingScience
10) https://t.me/nasa_apod
11) https://t.me/MinutePhysics
12) https://t.me/darkspace
13) https://t.me/FirstSpace

💥আপনি কি এটা জানতেন যে আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে এর Theme পাল্টাতে পারেন? আমি নিজেই জানতাম না। হঠাৎ করেই এই ২ টা চ্যানেল খুজে পাই। আর আমি মুগ্ধ হয়ে যাই এদের Theme আর Customizations গুলো দেখে। এক কথায় অসাধারণ। তাই যারা Default  Telegram theme নিয়ে হতাশায় ভুগছেন বা একদমই পছন্দ না তাদের জন্যে এই ২ টি চ্যানেল আশা করি অনেক কাজে দিবে।

1) https://t.me/ThemegramChannel
2) https://t.me/AndroidThemes

💥একটা বোনাস চ্যানেলের লিংক দিলাম যাদের Xiaomi Mobile আছে তাদের জন্যে। এই চ্যানেলে Xiaomi mobile এর অনেক ভালো ভালো Theme Upload হয়ে থাকে। যাদের Xiaomi Phone আছে তারা এই চ্যানেলটি চেক করতে পারেন।

1) https://t.me/MIUIThemesRH

💥এবার আসি Telegram Proxy তে। যারা Telegram এর জন্যে Proxy খুজছিলেন তাদের জন্যে এই ৩ টি চ্যানেল দেওয়া হলোঃ

1) https://t.me/ProxyMTProto
2) https://t.me/TelMTProto
3) https://t.me/PowerfulProxy

এ পর্যন্তই।
পরের পোস্টে ইনশাল্লাহ ভালো কিছু Bot এর কালেকশন দেখতে পাবেন।
এই পোস্টটা আশা করি অনেকেরই কাজে দিবে।
পরের পোস্টে দেখা হবে ইনশাল্লাহ।
ধন্যবাদ।